পুজোর আগেই নতুন Hero Glamour এর লঞ্চ, পেট্রল ভরার খরচ কমাতে ইঞ্জিনে বড় পরিবর্তন

Published on:

Hero Glamour 125 Launch Soon

হিরো মোটোকর্প (Hero MotoCorp) ভারতে নিজেদের পোর্টফোলিও ঢেলে সাজাতে ব্যস্ত। এবারে সংস্থাটি তাদের অন্যতম জনপ্রিয় কমিউটার মোটরসাইকেল Glamour 125-এর নতুন সংস্করণ হাজির করতে চলেছে। আপডেট হিসেবে থাকছে নয়া নির্গমন বিধি BS6 Phase-2 পালনকারী ইঞ্জিন। জল্পনা বাড়িয়ে বাইকটির কিছু ছবিও ফাঁস হচ্ছে। পুজোর আগেই নতুন গ্ল্যামার লঞ্চ হয়ে যাবে বলে অনুমান।

Hero Glamour 125-এর নতুন ভার্সন আসছে

Hero Glamour 125-এর নতুন মডেলটি E20 জ্বালানিতে (৮০% পেট্রোলের সাথে ২০ শতাংশ ইথানল মিশ্রণ) ছুটবে। ডিজাইনে কোন তারতম্য নজরে পড়েনি। আগের মতোই থাকছে সিঙ্গেল পড হেডলাইট, শ্রাউড সহ পেশীবহুল ফুয়েল ট্যাঙ্ক, একটি সিঙ্গেল পিস সিট, সিঙ্গেল পিস গ্র‍্যাব রেল, এবং দু’দিকে অ্যালয় হুইল। হার্ডওয়্যার হিসাবে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং টুইন রিয়ার স্প্রিং। ব্রেকিং এর দায়িত্ব সামলাতে থাকছে সামনে একটি ডিস্ক ব্রেক এবং পেছনে ড্রাম ইউনিট। সুরক্ষার জন্য দেওয়া হয়েছে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম।

Hero Glamour 125
Photo Credit: WWW.Team-BHP.Com

চাকাকে ঘূর্ণায়মান করতে নতুন Hero Glamour-এ আগের মতই একটি ১২৪.৭ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন ইঞ্জিন দেওয়া হয়েছে। যা থেকে ৭,৫০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ১০.৭২ বিএইচপি শক্তি এবং ৬,০০০ আরপিএম গতিতে ১০.৬ এনএম টর্ক উৎপন্ন হবে। ইঞ্জিনের গতির ছন্দে তাল মেলাতে ৫-গতির গিয়ার দেওয়া হয়েছে।

ফাঁস হওয়া Hero Glamour 125-এর নতুন ভার্সন দেখে মনে করা হচ্ছে এটি উৎপাদনের জন্য প্রস্তুত। শীঘ্রই ডিলারশিপগুলিতে বাইকটি পৌঁছে দেওয়ার কাজ শুরু করা হতে পারে। খুব সম্ভবত এ বছর পুজোর মরসুমে এদেশের বাজারে বাইকটি হাজির হতে পারে।

সঙ্গে থাকুন ➥