Volkswagen Virtus: ভারতে লঞ্চ করে সাফল্য, মেড-ইন-ইন্ডিয়া গাড়ি মেক্সিকোয় রপ্তানি শুরু করল জার্মান সংস্থা

ভারতকে রপ্তানি তালুক হিসেবে পরিণত করার পরিকল্পনার কথা আগেই ঘোষণা করেছিল প্রসিদ্ধ জার্মান অটোমোবাইল ব্র্যান্ড ফোক্সভাগেন...
SUMAN 12 Sept 2022 3:13 PM IST

ভারতকে রপ্তানি তালুক হিসেবে পরিণত করার পরিকল্পনার কথা আগেই ঘোষণা করেছিল প্রসিদ্ধ জার্মান অটোমোবাইল ব্র্যান্ড ফোক্সভাগেন (Volkswagen)। এবারে তার বাস্তবায়ন করে দেখাল সংস্থাটি। মেড-ইন-ইন্ডিয়া Virtus সেডান গাড়ি উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর রপ্তানি শুরুর কথা ঘোষণা করল সংস্থা। প্রথম ব্যাচে মাঝারি আকারের সেডান গাড়িটির ৩,০০০ ইউনিট এক্সপোর্ট করা হয়েছে। যা এদেশে সংস্থার ‘ইন্ডিয়া ২.০’ অভিযানের একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন হিসেবেই দেখছে স্কোডা অটো ফোক্সভাগেন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড (SAVWIPL) গোষ্ঠী। Taigun-এর পর MQB-A0-IN প্ল্যাটফর্মের উপর তৈরি Virtus হল ফোক্সভাগেনের দ্বিতীয় মডেল, যা ভারত থেকে বিদেশে রপ্তানি করা হচ্ছে।

Virtus-এর ৩,০০০ ইউনিট বোঝাই করে মুম্বাইয়ের বন্দর থেকে মেক্সিকোর উদ্দেশ্যে রওনা হয়েছে জাহাজ। জানিয়ে রাখি, গাড়িটির এক্সপোর্ট ভার্সনটি হচ্ছে এলএইচডি অর্থাৎ লেফট হ্যান্ড ড্রাইভ মডেল। এই প্রসঙ্গে স্কোডা অটো ফোক্সভাগেন ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর পীযূষ অরোরা বলেন, “আমরা উন্নতির পথে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছি। এক্ষেত্রে রপ্তানির বৃদ্ধি একটি অন্যতম পদক্ষেপ।”

অরোরা যোগ করেন, “এই পদক্ষেপের মাধ্যমে আমরা ভারতকে ভিডব্লিউ গোষ্ঠীর জন্য এক্সপোর্ট হাব হিসাবে গড়ে তোলার লক্ষ্যের কাছাকাছি উপনীত হয়েছি। ভারতের ক্ষেত্রে যা আমাদের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ।” তাঁর কথায়, “সত্যিকারের ফোক্সভাগেন হিসেবে আমরা Virtus-এর গুণগত মান সমগ্র বিশ্বের ক্ষেত্রে একই রেখেছি। আমরা আনন্দিত যে গাড়িটি অন্যান্য দেশেও লঞ্চ করা হবে। এই ঘোষণার মধ্য দিয়ে আমরা ভারতে পরবর্তী প্রজন্মের গাড়ি নিয়ে আসা এবং এখান থেকে রপ্তানি করার প্রতিশ্রুতিকে পুনরায় জোরদার করেছি।”

প্রসঙ্গত, গত সপ্তাহে মেক্সিকোর বাজারে Virtus গাড়িটি লঞ্চ করেছে ফোক্সভাগেন। Taigun এর জনপ্রিয়তা দেখে দ্বিতীয় মডেলটি লঞ্চের জন্য অনুপ্রাণিত হয়েছিল তারা। সে দেশে গাড়িটির দাম ভারতীয় মুদ্রায় ১৩-১৬.৮০ লক্ষ টাকা রাখা হয়েছে। এদেশেও গাড়িটির অন রোড প্রাইস ১৩ লক্ষের আশেপাশে। Virtus এর ফিচারগুলির মধ্যে অ্যাপেল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো সাপোর্ট-সহ ১০ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ওয়্যারলেস ফোন চার্জার, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, রিয়ার এয়ার-কন ভেন্টস, এবং ইলেকট্রিক সানরুফ উল্লেখযোগ্য।

Show Full Article
Next Story