20 মিনিটেই 80%, জার্মান সংস্থার 450 কিমি রেঞ্জের বৈদ্যুতিক গাড়ি Tata-কেও টেক্কা দেবে

ভারতের ইলেকট্রিক গাড়ি বাজারে টাটা মোটরস এর রমরমা থাকলেও সাম্প্রতিক কালে বেশ কিছু দেশী ও বিদেশী সংস্থাও তাদের বৈদ্যুতিক গাড়ির সম্ভার নিয়ে এসেছে এবং খুব শীঘ্রই আরও নতুন মডেল লঞ্চ করবে। চলতি বছরের শুরুতেই মাহিন্দ্রা লঞ্চ করেছে তাদের প্রথম ইলেকট্রিক এসইউভি XUV400। আবার খুব তাড়াতাড়ি MG Comet মিনি বৈদ্যুতিক গাড়ি পা রাখবে ভারতে। অদূর ভবিষ্যতে সেই তালিকায় নাম লেখাতে চলেছে জার্মান অটো জায়েন্ট Volkswagen। সম্প্রতি ID 2all নামে একটি ছোট কনসেপ্ট ইলেকট্রিক ভেহিকেল উন্মোচন করেছে তারা।

সংস্থা সূত্রে জানা গিয়েছে, গাড়িটির তিনটি আলাদা ভ্যারিয়েন্টে বাজারে উপলব্ধ হবে- একটি Volkswagen এর নিজের নামে ছোট ইভি, অন্যটি Skoda ভ্যারিয়েন্ট এবং শেষেরটি Cupra ভার্সন। Tesla-কে টক্কর দিতে ইউরোপে ID 2all EV এর ২৫,০০০ ইউরো এর নিচে হবে বলেই মনে করা হচ্ছে।

অন্যদিকে, ভারতের জন্য সংস্থাটি ID 2all ইলেকট্রিক হ্যাচব্যাক MEB ফ্রন্ট হুইল ড্রাইভ প্ল্যাটফর্মের উপর একটি এন্ট্রি লেভেল গাড়ি আগামী দিনে লঞ্চ করতে চলেছে। ৪ মিটারের থেকে সামান্য বেশি দৈর্ঘ্যের ব্যাটারি চালিত গাড়িটি কম্প্যাক্ট এসইউভি হতে পারে। ফোক্সভাগেন ভারতের মাটিতেই মডেলটি তৈরি করে ২০২৫ সালে লঞ্চ করতে পারে। তবে ইলেকট্রিক গাড়িটির রেঞ্জ, স্পিড সম্পর্কিত তথ্য এখনও পর্যন্ত অজানা।

Volkswagen ID 2all এর প্রসঙ্গে আসলে, মাত্র ৭ সেকেন্ডের মধ্যেই ০-১০০ কিমি/ঘণ্টা গতিবেগ অর্জন করতে পারে এটি। বৈদ্যুতিক মোটরটি থেকে ২২৬ পিএস শক্তি উৎপন্ন হয়। চার্জে পরিপুষ্ট অবস্থায় প্রায় ৪৫০ কিমি পর্যন্ত পথ অতিক্রম করতে পারবে (পরীক্ষিত রেঞ্জ)। ব্যাটারি চালিত এই হ্যাচব্যাক গাড়িটিতে শক্তি ভান্ডার হিসেবে ৫৭ কিলোওয়াট আওয়ার এর ব্যাটারি প্যাক লাগানো রয়েছে যা মাত্র ২০ মিনিটেই ১০-৮০% চার্জ করা যায়।

উল্লেখ্য, ফোক্সভাগেন ভারতে ID4 নামে একটি ইলেকট্রিক ক্রসওভার লঞ্চের পরিকল্পনা করছে। যার টেস্টিং ইতিমধ্যেই দেশে শুরু হয়ে গিয়েছে। গাড়িটিতে ৭৭ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক থাকবে এতে। বৈদ্যুতিক মোটরটি থেকে উৎপাদিত পাওয়ার এবং টর্ক হবে যথাক্রমে ২০৪ বিএইচপি এবং ৩১০ এনএম। গাড়িটি ০-১০০ কিমি/ঘণ্টা গতিবেগ অর্জন করতে সময় নেবে মাত্র ৮.৫ সেকেন্ড। উপরন্তু এক চার্জে প্রায় ৫২০ কিমি ছুটতে পারবে। ১২৫ কিলোওয়াট আওয়ারের ডিসি ফাস্ট চার্জারের মাধ্যমে মাত্র ৩০ মিনিটেই ব্যাটারির সম্পূর্ণ চার্জ করা সম্ভব।

ইলেকট্রিক এসইউভির আকর্ষণীয় ফিচারগুলির মধ্যে রয়েছে ১০ ইঞ্চির টাচ স্ক্রিন যুক্ত ইনফোটেনমেন্ট সিস্টেম, থ্রি জোন এয়ার কন্ডিশনিং, অ্যাডাপ্টিভ চ্যাসিস কন্ট্রোল সিস্টেম, ওয়ারলেস স্মার্টফোন চার্জার, প্যানরামিক সানরুফ, হেডআপ ডিসপ্লে, ইলেকট্রিক ফ্রন্ট সিট এবং মেসেজ ফাংশন, হিটেড ফ্রন্ট সিট, ম্যাট্রিক্স এলইডি হেডলাইট ইত্যাদি। জানিয়ে রাখি, এই গাড়িটিরও লঞ্চের সময়কাল অজানা।