Volkswagen Tayron: ভারতে দুর্দান্ত 7 সিটার গাড়ি আনছে জার্মানে সংস্থা, চাপে পড়তে পারে আর্টিগা

গাড়ির দুনিয়ায় একটি অন্যতম কিংবদন্তি নাম হচ্ছে ফোক্সভাগেন (Volkswagen)। জার্মান কোম্পানিটি এবার একটি নতুন সেভেন সিটার...
Suman Patra 26 April 2023 12:48 PM IST

গাড়ির দুনিয়ায় একটি অন্যতম কিংবদন্তি নাম হচ্ছে ফোক্সভাগেন (Volkswagen)। জার্মান কোম্পানিটি এবার একটি নতুন সেভেন সিটার এসইউভি (SUV) ভারতে আনতে চলেছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। যার নাম Tayron। ইতিমধ্যেই গাড়িটির উপর জোরকদমে কাজ শুরু হয়ে গিয়েছে। সংস্থার MQB-A2 প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে আসতে চলা গাড়িটিতে থাকছে ফ্রন্ট হুইল ড্রাইভ লেআউট। Skoda Kushaq-ও এই একই আর্কিটেকচারের উপর তৈরি হয়েছে।

Volkswagen Tayron ৭-সিটার বিকল্পে আসছে

Volkswagen Tiguan AllSpace-এর যোগ্য উত্তরসূরী হিসাবে আসতে চলেছে টেরন এসইউভি মডেলটি। ভিন্ন ডিজাইনের গাড়িটি জার্মানের কারখানায় তৈরি করা হবে। সেখান থেকেই অন্যান্য দেশের বাজারে রপ্তানি করা হবে এটি। ২০২৪-এ গাড়িটি বিশ্ববাজারে হাজির হতে পারে বলে খবর।

ফোক্সভাগেন টেরন ভারতে ২০২৫-এ লঞ্চ হতে পারে বলে সূত্রের দাবি। জার্মানি থেকে গাড়িটির বিভিন্ন যন্ত্রাংশ আমদানি করে এদেশের মাটিতে অ্যাসেম্বেল করা হবে। তবে লিমিটেড এডিশনে আসবে এটি। অবগতির জন্য জানিয়ে রাখি, টেরন এসইউভি গাড়িটি ৫ আসনের কনফিগারেশনে ইতিমধ্যেই চীনের বাজারে বিক্রি করে ফোক্সভাগেন। যেটি লম্বায় ৪.৬ মিটার। যেখানে নতুন প্রজন্মের গ্লোবাল মডেলটিতে থাকছে তিন সারির সিটের ব্যবস্থা।

সম্প্রতি ফোক্সভাগেন স্পেশাল এডিশনের পাশাপাশি তাদের Virtus সেডান ও Taigun এসইউভি-র নতুন ভ্যারিয়েন্টের প্রদর্শন করেছে। এ বছর জুন থেকে যেগুলির বিক্রি চালু হবে। Virtus মডেলের লাইনআপ সম্প্রসারিত করতে আনা হবে নতুন GT Plus। যাতে থাকছে একটি ১.৫ লিটার TSI পেট্রোল ইঞ্জিন। আবার কালো পার্ল ফিনিশিং সহ Virtus-এর GT Edge Limited Collection-টিও আনা হবে। ম্যানুয়াল অথবা অটোমেটিক গিয়ারবক্স সমেত আসন্ন সেডান মডেলটি একটি নতুন লাভা ব্ল্যাক কালার স্কিম পেতে পারে।

একই সাথে Volkswagen Taigun দুটি নতুন জিটি প্লাস ভ্যারিয়েন্টে অফার করা হবে। যাতে থাকছে একটি ১.৫ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন। এটি ম্যানুয়াল এবং অটোমেটিক – উভয় ট্রান্সমিশনের বিকল্পে আনা হবে। GT Limited Collection-টিতে ট্রায়াল এবং স্পোর্ট কনসেপ্ট উপলব্ধ থাকছে। তিনটি নতুন রঙে হাজির হতে পারে গাড়িটি – ডিপ ব্লাক পার্ল, কার্বন স্টিল ম্যাট এবং লাভা ব্লু।

Show Full Article
Next Story