নতুন বছরে নতুন গাড়ি, 4.2 লক্ষ টাকা ছাড় দিচ্ছে এই সংস্থা, এমন সুযোগ পরে পাবেন কি

বিগত কয়েকদিনে গাড়ির বাজারে কান পাতলে শোনা যাচ্ছে কেবল একটাই খবর – সামনের বছরের শুরু থেকেই গাড়ি কিনতে হলে গুনতে হবে অতিরিক্ত গ্যাটের কড়ি। এই…

বিগত কয়েকদিনে গাড়ির বাজারে কান পাতলে শোনা যাচ্ছে কেবল একটাই খবর – সামনের বছরের শুরু থেকেই গাড়ি কিনতে হলে গুনতে হবে অতিরিক্ত গ্যাটের কড়ি। এই নিয়ে চিন্তার মধ্যেই এবার সকলের মুখে হাসি ফোটানোর মত খবর আনল Volkawagen। জার্মানির এই গাড়ি নির্মাতা বছর শেষে তার প্রিমিয়াম এসইউভি মডেল Tiguan-এর উপর আকর্ষণীয় ডিসকাউন্টের ঘোষণা করল। এক বা দুই নয় সর্বোচ্চ ৪.২০ লক্ষ টাকা সাশ্রয় করা যাবে এই গাড়িতে। ক্যাশ ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বেনিফিট, কর্পোরেট বেনিফিট, সার্ভিস প্যাকেজ এবং অন্যান্য বিশেষ কিছু অফার মিলিয়ে এত ছাড়।

ডিসেম্বরে Volkawagen Tiguan বিশাল ডিসকাউন্টে

৪.২০ লাখ টাকা সাশ্রয়ের অর্থ এসইউভি-টির এক্স শোরুম মূল্যের ১০ শতাংশেরও বেশি ছাড় পাবেন গ্রাহকরা। Volkawagen Tiguan-এর বর্তমান এক্স শোরুম মূল্য ৩৫.১৭ লাখ টাকা। অর্থাৎ সমস্ত বেনিফিট ধরে এই গাড়ির এক্স শোরুম মূল্য কমে হবে ৩০.৯৭ লক্ষ টাকা। এর মধ্যে থাকবে ৭৫,০০০ টাকার নগদে ছাড়, ৭০,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস এবং কর্পোরেট চাকুরেদের জন্য সর্বাধিক ১ লক্ষ টাকার ছাড়।

এর পাশাপাশি রয়েছে চার বছরের বিনামূল্যের সার্ভিস করার প্যাকেজ যার মূল্য ৮৬,০০০ টাকা। উপরন্তু ৮৪,০০০ টাকার অতিরিক্ত কিছু বিশেষ ডিসকাউন্ট রয়েছে এই গাড়ির উপর। এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে এই অফার কেবলমাত্র ডিসেম্বরের শেষ দিন পর্যন্তই চালু থাকবে। তাই ৩১শে ডিসেম্বরের মধ্যেই Volkawagen Tiguan কিনে ফেলুন আর পেয়ে যান অভাবনীয় ডিসকাউন্ট।

Volkawagen Tiguan: ইঞ্জিন স্পেসিফিকেশন ও ফিচার

এই গাড়িটি ২.০ লিটারের টার্বো চার্জড পেট্রল ইঞ্জিনে চলে। উৎপাদিত পাওয়ার এবং টর্ক যথাক্রমে ১৮৭ বিএইচপি এবং ৩২০ এনএম। সঙ্গে স্ট্যান্ডার্ড হিসেবে রয়েছে সেভেন স্পিড DSG গিয়ার বক্স। ফোর হুইল ড্রাইভ উপলব্ধ রয়েছে এতে। উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে থাকছে ৮ ইঞ্চির টাচ স্ক্রিন ডিসপ্লে, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, প্যানোরামিক সানরুফ, কানেক্টেড কার টেকনোলজি, থ্রি জোন ক্লাইমেট কন্ট্রোল, ছয়টি এয়ার ব্যাগ, ESC, HAC, HDC, পার্কিং অ্যাসিস্ট সহ অনেক কিছু। ভারতের বাজারে Volkawagen Tiguan-এর প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছে Citroen C5 Aircross, Hyundai Tucson এবং Jeep Compass।