চোখধাঁধানো রূপে নতুন বাইক লঞ্চ করল Yamaha, দেখলেই পুরো ফিদা হয়ে যাবেন

Yamaha FZ-S FI Version 4.0 DLX একজোড়া আকর্ষণীয় কালার অপশনে ভারতে লঞ্চ হল। বাইকটি এখন থেকে ফ্লুও-ভার্মিলিয়ন এবং সাইবার গ্রীন নামে দু’টি নতুন রঙে পাওয়া…

Yamaha FZ-S FI Version 4.0 DLX একজোড়া আকর্ষণীয় কালার অপশনে ভারতে লঞ্চ হল। বাইকটি এখন থেকে ফ্লুও-ভার্মিলিয়ন এবং সাইবার গ্রীন নামে দু’টি নতুন রঙে পাওয়া যাবে। উভয় মডেলের ক্ষেত্রেই দাম একই রেখেছে ইয়ামাহা আর সেটা হল ১,২৯,৭০০ টাকা (এক্স-শোরুম)। জানিয়ে রাখি, বাইকটি আগের মতো ম্যাজেস্টি রেড, রেসিং ব্লু, ম্যাট ব্ল্যাক এবং মেটালিক গ্রে পেইন্ট স্কিমেও বেছে নেওয়া যাবে।

Yamaha FZ-S FI Version 4.0 DLX নতুন কালার অপশন পেল

ফ্লুও-ভার্মিলিয়ন কালারের Yamaha FZ-S FI Version 4.0 DLX বাইকে রয়েছে সাদা রঙের ফুয়েল ট্যাঙ্ক, ব্ল্যাক অ্যাক্সেন্ট যুক্ত বডি প্যানেল এবং অরেঞ্জ কালারের অ্যালয় হুইল। টেল সেকশন ও ফেন্ডারে ব্ল্যাক ফিনিশিং দেওয়া হয়েছে। লুকসের দিক থেকে এই থিমের সাথে Yamaha MT-15 V2 আইস ফ্লুও-ভার্মিলিয়নের অনেক মিল রয়েছে।

অন্যদিকে, Yamaha FZ-S FI Version 4.0 DLX-এর সাইবার গ্রীন কালার মডেলে ফুয়েল ট্যাঙ্ক, টেল সেকশন এবং হেডলাইট কাউলের সাইড প্যানেল অলিভ কালারের। ফুয়েল ট্যাঙ্কে ব্ল্যাক ও ফ্লুওরোসেন্ট ইয়েলো অ্যাক্সেন্ট বর্তমান। রিমে ফ্লুওরোসেন্ট ইয়েলো কালারের রিম রয়েছে। যা ২০১৩ সালে লঞ্চ হওয়া ব্যাটেল গ্রীন কালারের Yamaha FZ-S-এর কথা স্মরণ করায়।

Yamaha FZ-S FI Version 4.0 DLX-এ কালার ছাড়া কারিগরি অথবা ফিচার্সে কোন পরিবর্তন ঘটানো হয়নি। আগের মতই এটি একটি ১৪৯ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিনে দৌড়াবে। যা থেকে উৎপন্ন হবে ১২.৪ পিএস শক্তি এবং ১৩.৩ এনএম টর্ক। ভারতের বাজারে বাইকটির প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে – Bajaj Pulsar N160, TVS Apache RTR 160, Hero Xtreme 160R, Honda SP160 ও Suzuki Gixxer।