বাইকপ্রেমীদের মনে ঝড় তুলে হাজির Yamaha R15M কার্বন ফাইবার এডিশন, দেখলেই প্রেমে পড়বেন!

গতকাল অর্থাৎ ১লা ফেব্রুয়ারি থেকেই দিল্লির প্রগতি ময়দান প্রাঙ্গনে শুরু হয়েছে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো। বর্তমানে ভারতের দুই চাকা ও চার চাকা গাড়ির বাজার যথাক্রমে…

গতকাল অর্থাৎ ১লা ফেব্রুয়ারি থেকেই দিল্লির প্রগতি ময়দান প্রাঙ্গনে শুরু হয়েছে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো। বর্তমানে ভারতের দুই চাকা ও চার চাকা গাড়ির বাজার যথাক্রমে বিশ্বের দ্বিতীয় এবং তৃতীয় বৃহত্তম। ফলে এই ইভেন্টে নানারকম চমক নিয়ে হাজির হয়েছে দেশ-বিদেশের বিভিন্ন সংস্থা। সেখানে ইতিমধ্যেই Nmax 155FZ-X Chrome এডিশন প্রদর্শন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে Yamaha। জাপানি সংস্থাটি এবার তাদের প্রবল জনপ্রিয় স্পোর্টস বাইক R15M-এর Carnon Fibre এডিশন উন্মোচন করে সাড়া ফেলে দিয়েছে।

Yamaha R15M Carbon Edition: ডিজাইন

Yamaha R15M-এর কার্বন ফাইবার এডিশনের ছবি থেকে চোখধাঁধানো সৌন্দর্য স্পষ্ট অনুভব করা যায়। নতুন এডিশনের সবত্রই সর্বত্রই আর্টিফিশিয়াল বা কৃত্রিম কার্বন ফাইবার ব্যবহার করেছে। সামনের দিকের ফেয়ারিং পুরোপুরিভাবে কার্বন ফাইবারে ডোবানো বলে মনে হবে। যদিও তার ওপরটা চকচকে করে তোলা হয়েছে। বাইকের পিছনের অংশেও রয়েছে কৃত্রিম কার্বন ফাইবারের কাজ।

কেবলমাত্র R15-এর বডি প্যানেলে কার্বন ফাইবার ব্যবহার করা হয়েছে এমন নয়। এর সঙ্গে মানানসই ভাবে তৈরি হয়েছে বাইকের সিট। এই অংশটিতে কার্বন ফাইবারের মতো লুক প্রদান করতে রাফ টেক্সচার ফিনিশ দেওয়া হয়েছে। সবমিলিয়ে লঞ্চের পর R15M কার্বন ফাইবার এডিশন মডেলটি বাইকপ্রেমীদের কাছে যে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে তা বলার অপেক্ষা রাখে না।

Yamaha R15M Carbon Edition: ইঞ্জিন

বডি প্যানেলের পরিবর্তন ঘটলেও ইয়ামাহা R15M এর অন্যান্য বৈশিষ্ট্য হুবহু আগের মতোই থাকছে। ১৫৫ সিসির লিকুইড কুল্ড ইঞ্জিন থেকে যথাক্রমে ১৮.১ বিএইচপি ক্ষমতা এবং ১৪.২ এনএম টর্ক মিলবে। গিয়ার ছয়টি। ডেলটাবক্স ফ্রেমে তৈরি স্পোর্টস বাইকটির সাসপেনশনের দায়িত্ব সামলাতে সামনে ইউএসডি ফর্ক ও পিছনে মনোশক অ্যাবজর্ভার বর্তমান। সামনের ও পিছনে ১৭ ইঞ্চির অ্যালয় হুইলের সাথে যথাক্রমে ২৮২ মিমি ও ২২০ মিমি ডিস্ক ব্রেক বিদ্যমান।

Yamaha R15M Carbon Edition: অন্যান্য ফিচার

অত্যাধুনিক ফিচার্সের কথা বলতে গেলে R15M বরাবরই নিজের শ্রেণীতে সেরা। স্মার্টফোন কানেক্টিভিটি যুক্ত টিএফটি স্ক্রিন রয়েছে এতে। এই ডিসপ্লে ডে-নাইট মোড সমৃদ্ধ। পার্কিং লোকেশন থেকে শুরু করে স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ মিটার, ফুয়েল লেভেল এবং গিয়ার পজিশন ইন্ডিকেটর দেখতে সাহায্য করে এই বিশেষ ডিসপ্লে। প্রসঙ্গত, Yamaha R15M কার্বন ফাইবার এডিশনের দাম বা লঞ্চ কবে হবে সেই নিয়ে এখনও নিশ্চিতভ ভাবে কিছু জানা যায়নি। তবে এটি সবচেয়ে দামী R15 ভ্যারিয়েন্ট হবে বলে শোনা যাচ্ছে।