Zypp Electric: আয় বাড়তে চলেছে পাঁচগুণ, নতুন কর্মী নিয়োগের ভাবনা এই সংস্থার

পণ্য সরবরাহকারী সংস্থার যানবাহন তৈরিতে অতি পরিচিত নাম Zypp Electric। সংস্থাটি আবার তাদের টু হুইলার ভাড়াতেও খাটায়। এবছর তাঁদের ব্যবসা যথেষ্টই আশানুরূপ ছিল। এবার চলতি অর্থবর্ষেই আয় ৫ গুণ বৃদ্ধি পেয়ে ২৫ কোটি টাকার কাছাকাছি হবে বলে অনুমান করছে হরিয়ানার গুরুগ্রামের সংস্থাটি। সে কথা ঘোষণাও করা হয়েছে। এ বছর সেপ্টেম্বরে বিনিয়োগকারীদের কাছ থেকে ৭ মিলিয়ন ডলার (প্রায় ৫২ কোটি টাকা) অর্থ সংগ্রহ করেছিল সংস্থাটি। পাশাপাশি, ভারতের রাস্তায় ১,০০,০০০ পণ্য সরবরাহকারী বিদ্যুৎচালিত যানবাহন চালানোর পরিকল্পনা রয়েছে তাদের।

২০১৭ সালে জিপ ইলেকট্রিক (Zypp Electric) লঞ্চ হওয়ার পর থেকে বৈদ্যুতিক চালিত লাস্ট-মাইল ডেলিভারি সেগমেন্টের গাড়ি নিয়ে আসছে। স্থানীয় ব্যবসায়ী, ই-কমার্স জায়ান্ট এবং অন্যান্য পণ্য সরবরাহকারী সংস্থাগুলির জন্যই বিশেষত গাড়ি তৈরি করে তারা, পাশাপাশি ভাড়াও খাটায়। তবে বর্তমানে সবজি, ওষুধ, খাবার সরবরাহকারী সংস্থা যেমন – Bigbasket, Grofers, Amazon, Flipkart, Rapido, Spencers, Citymall, Dealshare ছাড়াও দিল্লি এনসিআর, ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ মুম্বাই এবং পুণেতে অবস্থিত কোম্পানিগুলির জন্য যান সরবরাহ করছে জিপ ইলেকট্রিক।

দিল্লি এনসিআর এলাকায় সংস্থাটির ৫,০০০ বৈদ্যুতিক টু-হুইলার রয়েছে। এবং আগামী ১৮ মাসের মধ্যে দেশের দশটি শহরে তা ১,০০,০০০-এ প্রসারিত করার চিন্তাভাবনা করছে জিপ ইলেকট্রিক। এতে ৪৫০-৫০০ জনের কর্মসংস্থান তৈরি হবে। বর্তমানে সংস্থার আয়ের পরিমাণ ৫ কোটি টাকা। যা পরের অর্থবর্ষের মধ্যে ২৫ কোটি টাকা হবে বলে ঘোষণা করেছে সংস্থাটি।

এই প্রসঙ্গে Zypp Electric-এর সহ প্রতিষ্ঠাতা এবং সিইও আকাশ গুপ্তা (Akash Gupta) বলেছেন, “আমাদের আয় বর্তমানে ৫ কোটি টাকা থেকে খুব শীঘ্রই ২৫ কোটি টাকা হতে চলেছে, যা জানাতে পেরে আমরা ভীষণ গর্বিত। আমরা একটি স্মার্ট প্ল্যাটফর্ম তৈরি করেছি যা B2B (বিজনেস টু বিজনেস) সেগমেন্টে কাছে পিঠে মুদিখানা ডেলিভারি কোম্পানি এবং এক্সিকিউটিভদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করছে। এমন অনেকেই রয়েছেন যারা আমাদের ইলেকট্রিক শেয়ার্ড মোবিলিটি প্ল্যাটফর্মের সাথে যুক্ত হতে চায়।”