Top 5 125cc scooters to buy this Diwali

পুজোয় নতুন স্কুটারে বন্ধুকে সঙ্গে নিয়ে ঘোরার প্ল্যান, লিস্টে রাখুন 125cc-র এই সেরা মডেলগুলি

আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি – শরতের আকাশে তুলোর মত মেঘের ভেলা আর মাঠ ভর্তি কাশফুল যেন আগমনী বার্তাই জানাচ্ছে আমাদের। বাতাসে কান পাতলেই শোনা যায় ঢাকের পোল। পূজোর বাকি আর মাত্র কয়েকদিন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই দুর্গাপূজা উপলক্ষে মেতে ওঠে বিশ্বের বুকে ছড়িয়ে থাকা সমস্ত বাঙালিরা। আর বাংলার বুকে এই উৎসব ইতিমধ্যেই লাভ করেছে ইউনেস্কোর আন্তর্জাতিক স্বীকৃতি। এই উৎসব পশ্চিমবঙ্গ তথা সমগ্র দেশের অর্থনৈতিক ব্যবস্থার উপর অনেকটাই প্রভাব বিস্তার করে। এই উৎসবের দিনগুলিতে বিক্রি বাট্টায় জোয়ার আসে বিভিন্ন সংস্থার। বাদ যায় না গাড়ি শিল্পে যুক্ত সংস্থাগুলিও। বিগত কয়েক বছরের মধ্যে দ্বিচক্রযান হিসাবে প্রভূত নাম-যশ হয়েছে স্কুটারগুলির। একদিকে যেমন চালানোর সুবিধা অন্যদিকে মালপত্র বহন করার মত ব্যবহারিক সুবিধা পাওয়া যায় এতে। দুর্গাপুজোর নতুন স্কুটারে বন্ধুকে সঙ্গে নিয়ে ঘোরার প্ল্যান থাকলে দেখে নিন এই মুহূর্তে আমাদের দেশে পাওয়া সেরা পাঁচটি ১২৫ সিসি স্কুটার।

  • Honda Activa 125

ভারতে সবচেয়ে ভরসাযোগ্য স্কুটার হিসাবে বারবার একটা নামই উঠে আসে – সেটা হল হোন্ডা অ্যাক্টিভা। বিগত দুই দশকের বেশি সময় ধরে দেশের রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে এটি। এর ১২৫ সিসি সংস্করণে এলইডি হেডলাইট, সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, অটোমেটিক ইঞ্জিন স্টার্ট-স্টপ সিস্টেম, এক্সটার্নাল ফুয়েল ফিলার ক্যাপ। ১২৩.৯ সিসির সিঙ্গেল সিলিন্ডার, ৮.২৯ পিএস ও ১৩.৩ এনএম আউটপুট যুক্ত এই স্কুটারের ভ্যারিয়েন্ট অনুযায়ী এক্স শোরুম মূল্য ৭৪,৯৮৯ টাকা থেকে শুরু করে ৮২,১৬২ টাকা পর্যন্ত গেছে।

  • Hero Maestro Edge 125

কম বাজেটের মধ্যে শার্প লুকিং স্কুটার হিসাবে প্রসিদ্ধি লাভ করেছে হিরোর এই স্কুটারটি। এলইডি হেড লাইট, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ সংযোজন, এক্সটার্নাল ফুয়েল ক্যাপ, i3s প্রযুক্তির উপর ভর করে Maestro এখন সর্বশক্তিমান। এই স্কুটারটিকে চলার শক্তি যোগায় ১২৪.৬ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যার সর্বোচ্চ আউটপুট ৯.১ পিএস ও ১০.৪ এনএম। স্কুটারটির প্রাইস রেঞ্জ ৭৫,৪৫০ টাকা থেকে ৮৪,৩২০ টাকা পর্যন্ত (এক্স শোরুম)।

  • Suzuki Access 125

বেশি মাইলেজ ও রেট্রো ডিজাইনের স্কুটার হিসাবে ভারতীয় বাজারে প্রথম থেকেই জনপ্রিয় সুজুকি অ্যাক্সেস ১২৫। ছিমছাম ডিজাইন, ব্লুটুথ যুক্ত ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, এলইডি হেডলাইট ও এলইডি-ডিআরএল সহ আধুনিক সমস্ত বৈশিষ্ট্য ভরপুর এটি। স্কুটারটিতে ব্যবহার করা হয়েছে ১২৪ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা সর্বোচ্চ ৮.৭ পিএস ক্ষমতা ও ১০ এনএম উৎপাদনে সক্ষম। স্কুটারটির দাম শুরু হয়েছে ৭৫৬০০ টাকা থেকে। টপ ভ্যারিয়েন্টের মূল্য ৮৫,২০০ টাকা (এক্স শোরুম) ।

  • TVS Jupiter 125

গত বছর আত্মপ্রকাশ করা এই স্কুটারটি জনগণের মধ্যে ব্যাপক সাড়া সৃষ্টি করতে পেরেছে। সাধারণ জুপিটারের থেকে এটি অত্যাধুনিক ডিজাইন ও বডি প্যানেল নিয়ে লঞ্চ হয়েছে। ৮.৪ বিএইচপি ক্ষমতা ও ১০.৫ এনএম টর্ক সমৃদ্ধ ১২৪.৮ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন জুপিটারের প্রাণভোমরা। এর এক্স শোরুম মূল্য ৮৩,১০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৯০,০০০ টাকা পর্যন্ত (এক্স শোরুম) ।

TVS Ntorq 125

আকর্ষণীয় স্পোর্টি ডিজাইন আর অত্যাধুনিক ফিচার্সের কারণে টিভিএস এনটর্ক যুবসমাজের কাছে অত্যন্ত প্রিয় । রেসিং এডিশন, সুপার স্কোয়াড এডিশন ও রেস এক্সপি-সহ নানা ভ্যারিয়েন্টে উপলব্ধ স্কুটারটি। একে চলার শক্তি যোগায় ১২৪ সিসির তিন ভাল্ব যুক্ত সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা ৯.৩ বিএসপি ক্ষমতা এবং ১০.৫ এনএম টর্ক উৎপাদনের সক্ষম। স্কুটারটির বেস সংস্করণের এক্স শোরুম মূল্য ৮৪,০০০ টাকা। তবে টপ ভ্যারিয়েন্টের দাম ১.০৫ লাখ টাকা (এক্স শোরুম) ।