Royal Enfield Interceptor 650 Modified look

পাশ দিয়ে গেলে সবাই তাকাবে, এই কাস্টম Royal Enfield এর গ্ল্যামার যেন ফেটে পড়ছে

রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর মোটরসাইকেলগুলি এমনই, যেগুলি যেমন খুশি রূপে বদলে ফেলা যায়। তাই এগুলি বাইক কাস্টমাইজেশন সংস্থাগুলির নয়নের মণি। এবারে যেমন অন্যতম বেস্ট সেলিং মাঝারি ক্ষমতার মোটরসাইকেল Interceptor 650-কে ক্রুজার বাইকে পরিবর্তিত করা হল। যেটি দেখলে তার পূর্বের অবস্থা সম্পর্কে কল্পনা করা এককথায় অসম্ভব।

Royal Enfield Interceptor 650-কে ক্রুজার বাইকে পরিবর্তিত করা হল

মডিফিকেশনের কাজটি করেছে দেশের অন্যতম বাইক কাস্টমাইজেশন সংস্থা নীভ মোটরসাইকেলস (Neev Motorcycles)। নতুন রূপের ক্রুজার বাইকটি নামকরণ করা হয়েছে – Soul Star। মোটরসাইকেলটি নাকি মানবদেহের সাতটি চক্র থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে। অনেকেই অষ্টম চক্রের কথা জানেন না। যার নাম ‘সোল স্টার’। যে কারণে বাইকটিরও এই নাম দেওয়া হয়েছে।

Soul Star-এর হার্ডওয়্যার

আটটি চক্রের হিসেবে মোটরসাইকেলটির হুইলে আটটি স্পোক দেওয়া হয়েছে। হুইলের পরিমাপ ১৮ ইঞ্চি। সামনে ও পেছনে যথাক্রমে ১৬০/৬০ সেকশন ও ২৫০/৪০ সেকশন টায়ার বর্তমান। পেছনের টায়ারটি বেশ চওড়া। হইলের ডিজাইন সুস্পষ্ট করতে চীন এবং ডিস্ক ব্রেক পেছনের চাকার একই দিকে প্রতিস্থাপিত করা হয়েছে। ফলে কাস্টমাইজেশন সংস্থাটিকে একটি নতুন কাস্টম সুইং আর্ম বানাতে হয়েছে।

এক কথায় গাড়ির বেশিরভাগ যন্ত্রাংশই নতুনভাবে ডিজাইন করতে হয়েছে নীভ মোটরসাইকেলস-কে। কেবলমাত্র ইঞ্জিনটিই অপরিবর্তিত রাখা হয়েছে। এখনকার এগজস্টটি সম্পূর্ণ নতুন একটি ইউনিট। যেটি কেবলমাত্র ডানদিকে অবস্থিত। এর নতুন চ্যাসিসটি ক্রুজার বাইকের সাথে সামঞ্জস্য রেখে দেওয়া হয়েছে।

বাকি নতুন যন্ত্রাংশের মধ্যে রয়েছে – ফুয়েল ট্যাঙ্ক, ফ্রন্ট ফর্ক কভার, ফেন্ডার, হ্যান্ডেলবার, সিট এবং সাম্প গার্ড। আবার ফুয়েল ক্যাপ, হ্যান্ডেল রাইজার, ড্যাগার, হুইল এনগ্রেভিং, গ্রিপ, ফুট কন্ট্রোল, ফেন্ডার ফিটিং, ট্যাঙ্ক ব্যাজ, চীন ইত্যাদি ব্রাস দ্বারা নির্মিত। এছাড়া রয়েছে নতুন এলইডি লাইটিং এবং কাস্টম পেইন্ট জব। সংস্থাটি জানিয়েছে, সদ্য লঞ্চ হওয়া রয়্যাল এনফিল্ডের ফ্ল্যাগশিপ ক্রুজার মোটরসাইকেল Super Meteor 650-এর ক্ষেত্রেও এই মডিফিকেশন করা যেতে পারে।