Sunday, November 17, 2019

BSNL এর বিশেষ পদক্ষেপ, বন্যা দুর্গতদের বিনামূল্যে পরিষেবা দেবার ঘোষণা

ভারতের বেশ কয়েকটি রাজ্য এখন বন্যায় বিপর্যস্ত। এরমধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্থ কেরল, মহারাষ্ট্র ও কর্ণাটক। বন্যার জেরে ঘর ছাড়া হাজার হাজার মানুষ। প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল বড়ো সিদ্ধান্ত নিলো। বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াতে বিনামূল্যে কল, এসএমএস ও ডেটা দেওয়ার কথা ঘোষণা করলো কোম্পানি।

বিএসএনএল আজ ঘোষণা করেছে বন্যা কবলিত কেরল, মহারাষ্ট্র ও কর্ণাটক গ্রাহকরা আগামী সাত দিন বিএসএনএল থেকে বিএসএনএল বিনামূল্যে আনলিমিটেড কল করতে পারবে। এছাড়াও এসএমএস ও 1 জিবি ডেটা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

কোম্পানির তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ বন্যায় বিপর্যস্ত কেরল, মহারাষ্ট্র ও কর্ণাটক গ্রাহকদের জন্য কোম্পানি বিনামূল্যে বিএসএনএল থেকে বিএসএনএল এবং অন্য নেটওয়ার্কে 20 মিনিট কলের সুবিধা দেবে।’

এই সুবিধা ভোগ করবে কর্ণাটকের কদাগু, উত্তরা কানন্দা, বেলগাভী, চিকমাগালুরু এবং হাসান জেলা। এছাড়াও কেরালার ওয়ানাদ ও মালাপুরাম এবং মহারাষ্ট্রের সাংলি ও কোলাহপুর গ্রাহকরাও এই পরিষেবা পাবে।

পড়ুন : জিওকে টেক্কা দিয়ে BSNL আনলো ফ্যামিলি কম্বো প্ল্যান

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

টেক ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন – এখানে ক্লিক করুন

- Advertisment -