Volkswagen থেকে Kia, জুনের প্রথম দশ দিনে ভারতে লঞ্চ হবে এই সেডান ও ইলেকট্রিক ক্রসওভার গাড়ি

মে মাসে ভারতে গাড়ির চাহিদা বাড়ায় খুশী দেশী-বিদেশী সমস্ত সংস্থা। প্রতিযোগিতায় একে অপরকে টেক্কা দিতে চলতি মাসেও নতুন নতুন...
techgup 2 Jun 2022 12:59 PM IST

মে মাসে ভারতে গাড়ির চাহিদা বাড়ায় খুশী দেশী-বিদেশী সমস্ত সংস্থা। প্রতিযোগিতায় একে অপরকে টেক্কা দিতে চলতি মাসেও নতুন নতুন মডেল বাজারে নিয়ে আসার পরিকল্পনা করছে নির্মাতারা। জুনের প্রথম দশ দিনের মধ্যে দু'টি গুরুত্বপূর্ণ গাড়ির লঞ্চ প্রত্যক্ষ করতে চলেছে ভারতবাসী। তার মধ্যে একটি প্রথাগত জ্বালানি চালিত গাড়ি, আর অপরটি ইলেকট্রিক। আজ, ২ জুন দেশে অফিশিয়ালি লঞ্চ হবে Kia EV6। যা ভারতে কিয়ার প্রথম ইলেকট্রিক গাড়ি। অন্য দিকে, ৯ জুন আত্মপ্রকাশ করবে ফোক্সভাগেনের মাঝারি সাইজের সেডান Virtus। গাড়িগুলির সম্পর্কে এবার সংক্ষেপে জেনে নেওয়া যাক।

Kia EV6

আজ দুপুর ১২ টায় কিয়া ইভি৬-এর লঞ্চ। ২৬ মে থেকে শুরু হবে বুকিং। দেশের ১২টি শহরে ১৫টি নির্বাচিত ডিলারশিপ ৩ লক্ষ টাকার বিনিময়ে বুকিং গ্রহণ করছে। রিপোর্ট বলছে, Kia EV6-এর এন্ট্রি লেভেল RWD ভ্যারিয়েন্ট এবং টপ-এন্ড মডেল AWD-র মূল্য রাখা হবে যথাক্রমে ৬৫ লাখ টাকা ও ৭০ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

কিয়ার এই নতুন ইলেকট্রিক ক্রসওভারে ৭৭.৪ কিলোওয়াট ক্ষমতার ব্যাটারি থাকছে। সিঙ্গেল ও ডুয়াল মোটর অপশন থাকবে৷ একটাই মোটর যুক্ত মডেল RWD (রিয়ার হুইল ড্রাইভ) থেকে ২২৫ বিএইচপি ক্ষমতা ৩৫০ এনএম টর্ক উৎপন্ন হবে। অন্য দিকে, দু'টি মোটর-সহ AWD (অল হুইল ড্রাইভ) ভ্যারিয়েন্ট  থেকে ৩২১ বিএইচপি ক্ষমতা ৬০৫ এনএম টর্ক পাওয়া যাবে। ৩৫০ কিলোওয়াট ফাস্ট চার্জার এবং ৫০ কিলোওয়াট আওয়ার ফাস্ট চার্জার উপলব্ধ হবে গাড়িটির সাথে। যা দিয়ে ব্যাটারি ১০-৮০% চার্জ করতে যথাক্রমে ১৮ মিনিট ও ৭৩ মিনিট সময় লাগবে।

বিশেষ ফিচারগুলির কথা বললে, এতে ডুয়েল ১২.৩ ইঞ্চি ডিসপ্লে, আটটি এয়ারব্যাগ, মাল্টি ড্রাইভ মোড, ওয়্যারলেস স্মার্টফোন চার্জার, ১৪ স্পিকার-সহ মেরিডিয়ান সাউন্ড সিস্টেম, অগমেন্টেড রিয়েলিটি হেডস আপ ডিসপ্লে, রিয়ার পার্কিং সেন্সর, ব্লাইন্ড স্পট ডিটেকশন, প্রভৃতি উপস্থিত থাকবে।

Volkswagen Virtus

ফোক্সভাগেন তাদের ভেন্টোর বদলি হিসাবে ভার্টাস সেডানকে ভারতে আনছে। ডায়নামিক লাইন এবং পারফরম্যান্স লাইন ভ্যারিয়েন্টে এ দেশে লঞ্চ হবে এটি। ডাইনামিক লাইনের মডেলগুলি ১.০ লিটার টিএসআই ইঞ্জিনের সাথে আসবে। যার ক্ষমতা ১১৫ বিএইচপি। আর পারফরম্যান্স লাইনে ১৫০ বিএইচপি ক্ষমতার ১.৫ লিটার টিএসআই পেট্রোল মোটর থাকবে। আবার টপ-এন্ড Virtus GT ভেরিয়েন্টের ভিতরে এবং বাইরে স্পোর্টি ডিজাইন ট্রিটমেন্ট থাকবে।

2 New car launches in June 1

সেডানটির বিশেষ ফিচারগুলির মধ্যে থাকবে ১০-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ফোক্সভাগেনের থ্রি-স্পোক স্টিয়ারিং হুইল, ৮-স্পিকার অডিও সিস্টেম, ৮ ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, অটো ক্লাইমেট কন্ট্রোল, ওয়্যারলেস ফোন চার্জিং, একটি টায়ার প্রেসার মনিটর এবং হিল হোল্ড কন্ট্রোল ইত্যাদি। নতুন ফোক্সভাগেন ভার্টাস ছ'টি কালার অপশনে মিলবে - রাইজিং ব্লু মেটালিক, ওয়াইল্ড চেরি রেড, কার্বন স্টিল গ্রে, ক্যান্ডি হোয়াইট, রিফ্লেক্স সিলভার এবং কারকুমা ইয়েলো।

Show Full Article
Next Story