Yamaha FZ25 এর প্রতিদ্বন্দ্বী Honda CB250R এর নতুন ভার্সন লঞ্চ হল মেজর মেকানিক্যাল আপডেটের সাথে
Yamaha FZ25 এর অন্যতম প্রতিদ্বন্দ্বী Honda CB250 এর নতুন সংস্করণ আত্মপ্রকাশ করল। নেকেড স্ট্রিট মোটরসাইকেলটির 2022 এডিশন...Yamaha FZ25 এর অন্যতম প্রতিদ্বন্দ্বী Honda CB250 এর নতুন সংস্করণ আত্মপ্রকাশ করল। নেকেড স্ট্রিট মোটরসাইকেলটির 2022 এডিশন লঞ্চ হয়েছে মালয়েশিয়ায়। আপডেটেড ভার্সনে একাধিক নতুন মেকানিক্যাল ফিচার যুক্ত হয়েছে। সেই প্রসঙ্গে আসার আগে বলে রাখি, Honda CB250 কিন্তু KTM 250 Duke এর মতো পাওয়ারফুল। তবে আশ্চর্যজনক বিষয় হল, হোন্ডার মডেলটি প্রায় ২৬ কেজি হালকা। ফলে পাওয়ার টু ওয়েট অনুপাতের বাড়তি সুবিধার অধিকারী Honda CB250।
বাইকটিতে এখন শোয়া ব্র্যান্ডের বিগ পিস্টন সেপারেট ফাংশন ইনভার্টেড ফর্ক যুক্ত হয়েছে। জানুয়ারিতে ভারতে লঞ্চ হওয়া Honda CB300R এর মতো এতেও ফাইভ স্টেপ প্রিলোড অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন দেওয়া হয়েছে। নতুন মডেলের এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টারটিতে গিয়ার পজিশন ইন্ডিকেটর উপলব্ধ।
পারফরম্যান্সের দিক থেকে 2022 Honda CB250R সম্পূর্ণরূপে অপরিবর্তিত। ২৪৯ সিসি লিকুইড কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনে দৌড়বে এটি। যা ২৭.৬ পিএস পাওয়ার এবং ২৩.৪ এনএম টর্ক উৎপন্ন করে। আউটপুট KTM 250 Duke-এর চেয়ে যথাক্রমে ২.৪ পিএস ও ০.৬ এনএম কম। তবে ওজন ১৪৪ কেজি হওয়ার কারণে কেটিএমের তুলনায় ২৬ কেজি হালকা।
Honda CB250R এর হার্ডওয়্যার সেটআপও একই আছে। সামনে ২৯৬ মিমি ও পিছনে ২২০ মিমি রিয়ার ডিস্ক বর্তমান৷ সাথে ডুয়েল চ্যানেল এবিএস। উভয় প্রান্তে ১৭ ইঞ্চি হুইল, যা ১১০-সেকশন ফ্রন্ট টায়ার ও ১৫০-সেকশন রিয়ার টায়ারে মোড়ানো। হেডলাইট ও টেললাইট পুরোপুরি এলইডি সিস্টেম-সহ এসেছে।
মালয়েশিয়ায় আপডেটেড হোন্ডা সিবি২৫০আর এর দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৪.২৭ লাখ টাকা। এখানে আসার সম্ভাবনা খুবই কম। কারণে এর থেকেও পাওয়ারফুল, বড় ইঞ্জিন, এবং বড় ইঞ্জিনের হোন্ডা সিবি৩০০আর উপলব্ধ ভারতের বাজারে।