2022 Kawasaki Versys 1000: কেজিখানেক ওজন ঝরিয়ে বাজারে এল কাওয়াসাকির 1043 সিসি-র বাইক
কাওয়াসাকি তাদের সাশ্রয়ী দামের অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক, Versys 1000 আর্ন্তজাতিক বাজারে লঞ্চের ঘোষণা করল। গত বছর Versys...কাওয়াসাকি তাদের সাশ্রয়ী দামের অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক, Versys 1000 আর্ন্তজাতিক বাজারে লঞ্চের ঘোষণা করল। গত বছর Versys 1000-এর বেস মডেল না আনলেও, বার্ষিক আপডেট সূচী অনুসরণ করে এ বছর বেস ভ্যারিয়েন্টটির আত্মপ্রকাশ ঘটেছে। Versys 1000-এর আপডেটে বেস ভার্সনে ইলেকট্রনিক সাসপেনশন, রাইডিং মোড, টিএফটি ডিসপ্লের মতো ফিচার রাখা হয়নি। তবে ট্রাকশন কন্ট্রোল, ফুল-এলইডি লাইটিং, এবিএস-সহ নানা মর্ডান ফিচার রয়েছে এই অ্যাডভেঞ্চার বাইকে।
Kawasaki Versys 1000-এর বেস মডেল উল্লেখযোগ্য পরিমাণে ওজন ঝরিয়ে বাজারে এসেছে। যার ফলে এখন S ও SE ভ্যারিয়েন্টের থেকেও বেস মডেলটি হালকা। আবার ওজন কমলেও বাইকটির ডাইমেনশন অপরিবর্তিত।
Kawasaki Versys 1000-এর নতুন বেস ভ্যারিয়েন্টের তুলনায় S ও SE মডেলটিতে অতিরিক্ত ফিচার হিসেবে রয়েছে কুইকশিফটার, এলইডি কর্নারিং লাইট, টিএফটি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, এবং শোয়া স্কাইহুক (Showa Skyhook) সাসপেনশন (অপশনাল), যা বৈদ্যুতিনভাবে অ্যাডজাস্ট করা যায়।
Kawasaki Versys 1000-এ ১০৪৩ সিসি-র ইনলাইন-ফোর সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। এর থেকে ১২০ বিএচপি শক্তি ও ১০২ এনএম টর্ক পাওয়া যায়। ইঞ্জিনটি সিক্স-স্পিড গিয়ারবক্সের সাথে এসেছে। Kawasaki Versys 1000-এর 2022 ভার্সন আগামী বছরের প্রথমেই ভারতীয় বাজারে পা রাখবে বলে মনে করে হচ্ছে।