দারুণ খবর, পুজোর আগেই KTM Duke রেঞ্জের প্রতিটি বাইক পেতে চলেছে নতুন লুক

কেটিএম (KTM) প্রেমীদের জন্য পুজোর আগে থাকছে সুখবর। বাজাজ অটোর (Bajaj Auto)-র মালিকানাধীন সংস্থাটির Duke রেঞ্জের প্রতিটি...
SUMAN 31 Aug 2022 11:44 PM IST

কেটিএম (KTM) প্রেমীদের জন্য পুজোর আগে থাকছে সুখবর। বাজাজ অটোর (Bajaj Auto)-র মালিকানাধীন সংস্থাটির Duke রেঞ্জের প্রতিটি মডেল ভারতে নতুন কালার আপডেট পেতে চলেছে। যার মধ্যে রয়েছে 125 Duke, 200 Duke, 250 Duke এবং 250 Duke। দীর্ঘদিন ধরে এই মডেলগুলিতে নতুন রঙ যোগ করা হয়নি। তাই বাইকগুলিকে নয়া লুক দিতে এই সিদ্ধান্ত সংস্থার। যদিও কেটিএম-এর তরফে এ বিষয়ে কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি। একটি ফাঁস হওয়া অন্তর্বর্তী নথি থেকে নতুন রঙের বিকল্প সম্পর্কে জানা গিয়েছে।

পাশাপাশি Husqvarna Svartpilen-ও নতুন কালার আপডেট পেতে চলেছে বলে খবর। সামনের মাসেই এগুলি বাজারে পা রাখবে। পুজোর আগেই গ্রাহকদের হাতে পৌঁছে দেওয়া হবে বলে আশা করা যাচ্ছে। KTM 125, 200 ও 250 একটি নতুন কালার অপশনে আনা হবে। অন্য দিকে KTM 390-এ থাকছে একজোড়া নয়া রঙের বিকল্প।

2022 KTM Duke range and husqvarna motorcycle launch new colour

KTM 125 Duke

এন্টি লেভেল কেটিএম ডিউক নতুন সাদা/অরেঞ্জ/ব্লুয়ের সাথে ব্ল্যাক ফ্রেম এবং হোয়াইট সাবফ্রেম বিকল্পে আসবে। আবার বর্তমান বাজার চলতি মডেলের ইলেকট্রিক অরেঞ্জ রঙের বিকল্পটিও রাখা হবে। তবে KTM 125 Duke থেকে পিওর সাদা রঙের বিকল্পটি বাদ পড়তে চলেছে।

KTM 200 Duke

কেটিএম ২০০ ডিউক নতুন গ্রে কালার অপশনে আনা হবে। সাথে ব্লু/হোয়াইট/অরেঞ্জ অ্যাকসেন্ট লক্ষ্য করা যাবে। ফ্রেম ও সাব-ফ্রেম কালো রঙের হবে। 125 Duke এর মতো 200 মডেলটিও ইলেকট্রিক অরেঞ্জ রঙের বিকল্পে বিক্রি করা হবে। কিন্তু কেটিএম তাদের ২০০ ডিউক সেরামিক হোয়াইট রঙের বিকল্পে বিক্রি বন্ধ করে দেবে।

KTM 250 Duke

কেটিএম-এর ২৫০ ডিউক মডেলটি সবচেয়ে নজরকাড়া রঙের বিকল্পটি পেতে চলেছে। এটি গ্রে এবং ব্ল্যাক বেস কালারের সাথে কয়েকটি জায়গায় অরেঞ্জের ছোঁয়া। যেমন ফ্রন্ট ফেন্ডার এবং হেডলাইট শ্রাউডে অরেঞ্জের উপস্থিতি নজরে পড়বে। আবার ফ্রেম এবং সাব-ফ্রেমে ব্ল্যাক এবং অরেঞ্জের কম্বিনেশন থাকবে। সব মিলিয়ে 250 Duke থেকে চোখ ফেরানো দায় হবে। তবে গ্যালভানো কালারের মডেলের বিক্রি জারি থাকলেও সিলভার অপশন আর মিলবে না।

KTM 390 Duke

ডিউক রেঞ্জের মধ্যে সবচেয়ে বড় আপডেট পেতে চলেছে KTM 390 Duke। দুটি ব্র্যান্ড নিউ কালার অপশনে আসবে এটি। ডার্ক গ্যালভানো কালার, যা 250 Duke থেকে বাদ পড়তে চলেছে, সেটি আবার 390 Duke যোগ হবে। অন্যটি লিকুইড মেটাল। সাথে থাকবে অরেঞ্জ এবং ব্লুয়ের ছোঁয়া। উভয়ের রংয়ের বিকল্প ব্ল্যাক সাবফ্রেম এবং অরেঞ্জ ফ্রেমের সাথে আসবে। তবে এই প্রথম 390 Duke থেকে অরেঞ্জ কালারের হুইল বাদের তালিকায় যেতে চলেছে।

Husqvarna Svartpilen

বাজাজ-এর অধীনস্থ সুইডিশ বাইক সংস্থা Husqvarna। কালার আপডেটের বর্ষণ থেকে বাদ পড়ছে না এটিও। নতুন রঙের বিকল্প পেতে চলেছে Svartpilen 250 ও Vitpilen - ব্ল্যাক/ব্লু/বেজ কালার অপশন।

Show Full Article
Next Story