অপেক্ষার অবসান, নবরাত্রির শুভ দিনে দেশজুড়ে Mahindra Scorpio N SUV-র ডেলিভারি শুরু হবে

‘বিগ ড্যাডি’ নামে অভিহিত মাহিন্দ্রা স্করপিও-র নয়া অবতার Scorpio N জুনের শেষার্ধে ভারতের বাজারে লঞ্চ হয়েছিল। ৩০ মিনিটের মধ্যে এসইউভিটির বুকিং ১ লক্ষ ছাড়িয়ে যায়…

‘বিগ ড্যাডি’ নামে অভিহিত মাহিন্দ্রা স্করপিও-র নয়া অবতার Scorpio N জুনের শেষার্ধে ভারতের বাজারে লঞ্চ হয়েছিল। ৩০ মিনিটের মধ্যে এসইউভিটির বুকিং ১ লক্ষ ছাড়িয়ে যায় বলে জানিয়েছিল সংস্থা। পাহাড়প্রমাণ বুকিংয়ের স্তুপ কমাতে এবারে পদক্ষেপ গ্রহণ করতে চলেছে তারা। সোমবার মাহিন্দ্রার তরফে নিশ্চিত করা হয়েছে, আগামী ২৬ সেপ্টেম্বর Scorpio N-এর ডেলিভারি শুরু হবে। ঘটনাচক্রে, ওই দিন থেকেই নবরাত্রি উৎসবের সূচনা হচ্ছে। সে কারণেই গ্রাহকদের হাতে গাড়ির চাবি তুলে দেওয়ার জন্য শুভ দিনটি ধার্য করেছে মাহিন্দ্রা। সংস্থার লক্ষ্য প্রথম ১০ দিনের মধ্যে ৭ হাজারের বেশি স্করপিও ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া।

সংস্থা সূত্রে খবর, ডেলিভারির ক্ষেত্রে Mahindra Scorpio N-এর Z8-L ভ্যারিয়েন্টকে অগ্রাধিকার দেওয়া হবে। কারণ এর আগে মাহিন্দ্রা প্রতিশ্রুতি দিয়েছিল, ডেলিভারি শুরুর দু’মাসের মধ্যে Z8-L-এর প্রথম ২৫,০০০ গ্রাহকের হাতে গাড়ির চাবি তুলে দেওয়া হবে। সংস্থা তাদের সিআরএম চ্যানেলের মাধ্যমে আগামীকাল থেকে প্রথম ২৫ হাজার গ্রাহকদের সাথে যোগাযোগ শুরু করবে। ২৫,০০০-এর পর যারা বুকিং করেছেন, পরবর্তী ১০ দিনের মধ্যে তাদের সাথে যোগাযোগ করা হবে।

মাহিন্দ্রা জানিয়েছে, ভ্যারিয়েন্ট অনুযায়ী গাড়িটির ওয়েটিং পিরিয়ড ভিন্ন। প্রথম ২৫,০০০ গাড়ির গড় ওয়েটিং পিরিয়ড চার মাস। এই প্রসঙ্গে সংস্থার অটোমোটিভ বিভাগের সভাপতি বিজয় নাকরা বলেন, “উৎসবের মরসুমে আমরা নতুন Scorpio N-এর ডেলিভারির কথা ঘোষণা করতে পেরে আনন্দিত। পুরো মাত্রায় গাড়ি ডেলিভারির ক্ষেত্রে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

নতুন প্রজন্মের Mahindra Scorpio N বহিরঙ্গ ও অন্দরমহলে একাধিক আপডেট সহ এসেছে। বাজারে গাড়িটির প্রতিপক্ষদের মধ্যে রয়েছে Tata Safari, Tata Harrier, Hyundai Creta ও Hyundai Alcazar। এসইউভি গাড়িটি সাতটি রঙের বিকল্পে বেছে নেওয়া যাবে‌ – ডিপ ফরেস্ট, ড্যাজলিং সিলভার, রয়্যাল গোল্ড, নাপোলি ব্ল্যাক, এভারেস্ট হোয়াইট, রেড রেগ এবং গ্র্যান্ড ক্যানিয়ন। গাড়িটির পেট্রোল ইঞ্জিন থেকে ২০০ পিএস শক্তি এবং ৩৮০ এনএম টর্ক উৎপন্ন হবে। অন্যদিকে mHawk ডিজেল মডেলের আউটপুট ১৭৫ পিএস এবং ৪০০ এনএম।