দেখলে চমকে উঠবেন, 2022 MG Hector দেশের সবচেয়ে বড় টাচস্ক্রিনের সাথে আসছে

একটা সময় ছিল যখন গাড়িতে ইনফোটেইনমেন্ট সিস্টেমের বালাই ছিল না। কিন্তু স্মার্টফোনের হাত ধরে মানুষ ক্রমশই প্রযুক্তির...
SUMAN 27 July 2022 11:03 AM IST

একটা সময় ছিল যখন গাড়িতে ইনফোটেইনমেন্ট সিস্টেমের বালাই ছিল না। কিন্তু স্মার্টফোনের হাত ধরে মানুষ ক্রমশই প্রযুক্তির প্রতি স্মার্ট হয়ে উঠছে। ফলে নতুন প্রজন্মের গাড়ির মডেলগুলিতে যুক্ত হয়েছে ডিজিটাল ইনফোটেইনমেন্ট সিস্টেম। হালে ক্রেতারা বড় টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেমের প্রতি অধিক আগ্রহী হয়ে উঠছেন। যে ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে Tesla। তবে এবার ব্রিটিশ বহুজাতিক অটোমেটিভ কোম্পানি এমজি মোটর (MG Motor) তাদের Hector-এর আপডেটেড মডেলের ইনফোটেইনমেন্ট সিস্টেমের ঝলক দেখাল। সংস্থার প্রকাশিত টিজারে আসন্ন 2022 MG Hector-এর সাথে ১৪ ইঞ্চির টাচস্ক্রিন দেখানো হয়েছে। এর আগে ভারতে বিক্রিত কোনও গাড়িতে এত বড় ডিসপ্লে দেখা যায়নি।

এমজি-র পোট্রেট স্টাইল ইনফোটেইনমেন্ট স্ক্রিন অনেকটা টেসলার ধাঁচে তৈরি। 2022 MG Hector এবছরের পুজোর মরসুমে বাজারে ভারতে আসতে পারে। নতুন ফিচারের তালিকায় থাকছে দ্বিতীয় পর্যায়ের অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম বা এডিএএস (ADAS)। যা MG Astor-এও রয়েছে। এছাড়া MG-র i-Smart কানেকটেড কার টেকের সাথে অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কারপ্লে থাকছে।

বর্তমানে ভারতে MG Astor হল এডিএএস প্রযুক্তি সহ সবচেয়ে সস্তা গাড়ি। এতে উপস্থিত ক্রুজ কন্ট্রোল, হাই বিম অ্যাসিস্ট, অটোমেটিক এমারজেন্সি ব্রেকিং, ব্লাইন্ড স্পট মনিটরিং, ফ্রন্ট কলিশন ওয়ার্নিং, লেন কিপ অ্যাসিস্ট সহ আরও অন্যান্য বৈশিষ্ট্য। এদিকে Hector-এর নতুন মডেলে ডিজাইনের দিক থেকে সামান্য পরিবর্তন থাকতে পারে। তবে আগের ইঞ্জিন সহ হাজির হবে গাড়িটি।

MG Hector-এর বাজার চলতি মডেলে রয়েছে ১.৫ লিটার টার্বো চার্জড পেট্রোল ইঞ্জিন। যা থেকে ১৪১ বিএইচপি শক্তি এবং ২৫০ এনএম টর্ক উৎপন্ন হয়। গাড়িটি আবার একটি ৪৮ ভোল্ট মিল্ড হাইব্রিড সিস্টেম সহ বাজারে উপলব্ধ। নন হাইব্রিড পেট্রোল ইঞ্জিনের সাথে সংযুক্ত একটি ৬-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন এবং একটি ৬-স্পিড ডিসিটি। যেখানে হাইব্রিড মডেলটি কেবলমাত্র ৬-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন বিকল্পে উপলব্ধ। আবার এর ২.০ লিটার ডিজেল ইঞ্জিন থেকে ১৬৭ বিএইচপি এবং ৩৫০ এনএম টর্ক উৎপন্ন হয়। ইঞ্জিনের সাথে রয়েছে ৬-স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স।

Show Full Article
Next Story