Suzuki কম দূষণসৃষ্টিকারী ইঞ্জিন-সহ তাদের 125 সিসির দুই বাইকের নতুন সংস্করণ লঞ্চ করল
নতুন অবতারে বাজারে এল Suzuki GSX-R125 ও GSX-S125। সুজুকির এই ১২৫ সিসি স্পোর্টস ও নেকেড বাইকের নতুন সংস্করণ জাপানে লঞ্চ...নতুন অবতারে বাজারে এল Suzuki GSX-R125 ও GSX-S125। সুজুকির এই ১২৫ সিসি স্পোর্টস ও নেকেড বাইকের নতুন সংস্করণ জাপানে লঞ্চ হয়েছে। সেগুলি এখন কম দূষণসৃষ্টিকারী Reiwa 2 আপডেটেড ইঞ্জিনের সাথে এসেছে। যা ভারতের BS6 এবং আর্ন্তজাতিক বাজারে Euro 5 নির্গমন বিধির সমতুল্য। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে গ্লোবাল মার্কেটে বাইক দু'টি উন্মোচিত হয়েছিল।
প্রথমেই জাপানে লঞ্চ হওয়া এই বাইকদুটির দামের কথায়। ফুল ফেয়ার্ড Suzuki GSX-R125 মডেলটির মূল্য সেখানে ৪,৫৩,২০০ ইয়েন (প্রায় ২.৭১ লাখ টাকা) রাখা হয়েছে। আর নেকেড ভার্সন Suzuki GSX-S125 এর দাম ৪,২০,২০০ ইয়েন ধার্য হয়েছে, ভারতীয় মুদ্রায় যা প্রায় ২.৫১ লাখ টাকা। দুটি বাইকই ইন্দোনেশিয়ায় তৈরি করে জাপানে আমদানি করা হয়েছে। প্রথমটি নীল, লাল, ও কালো রঙে পাওয়া যাবে। আর দ্বিতীয়টি শুধু নীল ও কালো রঙে উপলব্ধ।
উভয় বাইকেই চালিকাশক্তি যোগাতে ১২৪ সিসির সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যার সঙ্গে ৬ স্পিড গিয়ারবক্স যুক্ত। ইঞ্জিনটি সর্বাধিক ১৫ পিএস পাওয়ার এবং ১১ এনএম টর্ক উৎপন্ন করে। এছাড়া বাকি স্পেসিফিকেশন ও ফিচারগুলি সম্পূর্ণরূপে অপরিবর্তিত৷ বাইক দু'টির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, সুজুকি ইজি স্টার্ট সিস্টেম, হ্যাজার্ড লাইট, শাটার-সহ চাবি স্লট এবং ডুয়েল চ্যানেল এবিএস।
তবে সংস্থার স্কুটারের মতো এতে স্মার্টফোন কানেক্টিভিটি-সহ টার্ন-বাই-টার্ন নেভিগেশন সিস্টেম থাকলে আরও ভাল হত। সুজুকির নতুন দুটি বাইকের ভারতে আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। উল্লেখ্য, এদেশে ১২৫ সিসির প্রিমিয়াম মোটরসাইকেলগুলির মধ্যে রয়েছে KTM 125 Duke ও KTM RC 125। আবার আরও পাওয়ারফুল অপশন খুঁজলে চলে আসবে Yamaha MT-15 ও R15 V4 এর নাম।