2022 TVS Apache RTR 200 4V: ঘুটঘুটে অন্ধকারকে আর তোয়াক্কা নয়, নতুন হেডলাইট সহ লঞ্চ হল এই দুর্ধর্ষ বাইক
ভারতের বাজারে চুপিসারে লঞ্চ হল আপডেটেড 2022 TVS Apache RTR 200 4V। সিঙ্গেল এবং ডুয়েল উভয় চ্যানেলের বিকল্পেই পাওয়া...ভারতের বাজারে চুপিসারে লঞ্চ হল আপডেটেড 2022 TVS Apache RTR 200 4V। সিঙ্গেল এবং ডুয়েল উভয় চ্যানেলের বিকল্পেই পাওয়া যাবে মোটরসাইকেলটি। উল্লেখ্য, চলতি বছরের প্রথমার্ধে 2021 TVS Apache RTR 200 4V ভারতের বাজারে পা রেখেছিল। এরপর থেকেই তামিলনাড়ুর হোসার স্থিত সংস্থাটি এর ২০২২ মডেলটি নিয়ে কাজ করা শুরু করে দিয়েছিল। ২০২২ মডেলটিতে সামান্যই কিছু পরিবর্তন ঘটানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। আসুন লঞ্চ হওয়া 2022 TVS Apache RTR 200 4V বাইকটির ফিচার, ইঞ্জিন ও দাম জেনে নেওয়া যাক।
2022 TVS Apache RTR 200 4V : ফিচার
TVS Apache RTR 160 4V এর রাইডিং মোডের সাথে মিল রেখে ২০২২-এর মডেলটির এলইডি হেডলাইটটি দেওয়া হয়েছে। ডিআরএল সহ নতুন হেডল্যাম্পটি একই সাথে লো এবং হাই বিমে পরিবর্তিত হতে সক্ষম। গ্লস ব্ল্যাক, পার্ল হোয়াইট এবং ম্যাট ব্লু - এই তিনটি রঙের বিকল্পে চয়ন করা যাবে ২০২২ টিভিএস অ্যাপাচি আরটিআর ২০০ ৪ভি। নতুন হেডলাইট ছাড়া অন্যান্য স্পেসিফিকেশন ২০২১ মডেলটির সাথে অপরিবর্তিত রাখা হয়েছে।
2022 TVS Apache RTR 200 4V : ইঞ্জিন
২০২২ টিভিএস অ্যাপাচি আরটিআর ২০০ ৪ভি-এর ইঞ্জিনটিও ২০২১ মডেলটির মতোই একই ক্ষমতাসম্পন্ন। এর ১৯৭.৫ সিসি ইঞ্জিনটি থেকে ৮,৫০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ২০.৫ পিএস পাওয়ার এবং ৭,৫০০ আরপিএমে ১৬.৮ এনএম টর্ক উৎপন্ন হবে। এরও ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ১২ লিটার এবং এটি ৫-স্পিড গিয়ার বক্সের সাথে এসেছে।
2022 TVS Apache RTR 200 4V : দাম
2022 TVS Apache RTR 200 4V-এর সিঙ্গেল ও ডুয়েল চ্যানেল মডেলের মূল্য যথাক্রমে ১,৩৩,৮৪০ টাকা ও ১,৩৮,৮৯০ টাকা (এক্স-শোরুম)।