2023 Bajaj Chetak: ফুল চার্জে ছুটবে 108 কিমি, বড় আপগ্রেডের সঙ্গে বাজাজ চেতকের লঞ্চ শীঘ্রই

স্কুটারের বাজারে বাজাজ চেতক (Bajaj Chetak) বরাবর একটি অতি পরিচিত নাম। নব্বইয়ের দশকে ভারতের স্কুটারের বাজারে কান পাতলে,...
SUMAN 16 Feb 2023 12:48 PM IST

স্কুটারের বাজারে বাজাজ চেতক (Bajaj Chetak) বরাবর একটি অতি পরিচিত নাম। নব্বইয়ের দশকে ভারতের স্কুটারের বাজারে কান পাতলে, কেবল একটি স্কুটারের জয়ধ্বনিই শোনা যেত, তা হল – বাজাজ চেতক। কিন্তু এদেশে রাতারাতি মোটরসাইকেলের ঢেউ আছড়ে পড়ায় ম্লান হতে শুরু করে চেতকের জনপ্রিয়তা। অবশেষে বহু অনুরাগীর হৃদয়ে বেদনার সুর বাজিয়ে একসময় বাজার থেকে হারিয়ে যায় স্কুটারটি। কিন্তু ‘হার না মানা’ মানসিকতার পরিচয় দিয়ে ২০২০-তে চেতককে ফের ইলেকট্রিক ভার্সনে হাজির করে বাজাজ। অল্প সময়েই বৈদ্যুতিক দু’চাকার গাড়ির বাজারে সাড়া ফেলে দেয় এটি।

কিন্তু Ola, Ather-এর মতো নামজাদা প্রতিপক্ষ সংস্থাগুলির সাথে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য নতুন বছরের শুরুতে চেতক-কে নয়া অবতারে লঞ্চের প্রস্তুতি নিচ্ছে বাজাজ। ২০২০-তে বাজারে হাজির হওয়ার পর এখনও পর্যন্ত তেমনভাবে কোনো বড়সড় আপডেট পায়নি স্কুটারটি। আশা করা হচ্ছে চেতকের আপডেটেড ভার্সনের রেঞ্জ বৃদ্ধির পাশাপাশি ফিচারের তালিকাটিও বাড়ানো হতে পারে।

2023 Bajaj Chetak: রেঞ্জ

নতুন Bajaj Chetak-এ আপডেট যোগ হওয়ার কারণে দাম সামান্য বাড়তে পারে। বাজার চলতি মডেলটি সিঙ্গেল চার্জে ৯০ কিলোমিটার রেঞ্জ প্রদান করে। যেখানে আসন্ন চেতকের রেঞ্জ বাড়িয়ে ১০৮ কিলোমিটার করা হবে বলে জানা গিয়েছে। যদিও রেঞ্জের মাত্রা বাড়ানো হলেও প্রতিযোগিতার আসরে প্রতিপক্ষদের তুলনায় অনেকটাই পিছিয়ে থাকবে চেতক। কারণ, এই মুহূর্তে বাজারে উপলব্ধ জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার যেমন, Ather 450X, Ola S1 Pro, TVS iQube ST (আসন্ন)-এর রেঞ্জ যথাক্রমে ১৪৬ কিমি, ১৮১ কিমি এবং ১৪৫ কিমি।

2023 Bajaj Chetak: দাম

প্রসঙ্গত, বাজাজ চেতক ইলেকট্রিক স্কুটারে রয়েছে একটি ৩ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। যার আউটপুট ১৬ এনএম টর্ক। স্কুটারটিতে উপলব্ধ দুটি রাইডিং মোড – ইকো এবং স্পোর্ট। এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৭০ কিলোমিটার। চেতকের বর্তমান বাজার মূল্য ১.৫২ লক্ষ টাকা (এক্স-শোরুম)। বাজাজ নতুন মডেলটি আরও সস্তায় লঞ্চ করে চমকে দেবে বলে একপক্ষের দাবি)।

Show Full Article
Next Story