ভারতে Ducati-র নতুন বাইক লঞ্চ হল, যা দাম বাড়ি, গাড়ি, জমি, গয়নাগাটি সবকিছু হয়ে যাবে!

ডুকাটি (Ducati) ভারতের বাজারে তাদের সবচেয়ে দামি স্পোর্টস বাইক নিয়ে হাজির হলো। ৬৯,৯৯,০০০ টাকা এক্স শোরুম মূল্যে এদেশে...
techgup 24 Jun 2023 10:40 AM IST

ডুকাটি (Ducati) ভারতের বাজারে তাদের সবচেয়ে দামি স্পোর্টস বাইক নিয়ে হাজির হলো। ৬৯,৯৯,০০০ টাকা এক্স শোরুম মূল্যে এদেশে লঞ্চ হয়েছে নতুন 2023 Panigale V4 R। ভারতে সংস্থার সবচেয়ে দামি মোটরসাইকেলের পাশাপাশি দেশে ডুকাটির সবচেয়ে শক্তিশালী মডেল এটি। বাইকটির দুপাশে থাকা কার্বন উইংস বেশ অ্যাগ্রেসিভ লুক প্রকাশ করে। মোটো জিপি থেকে অনুপ্রাণিত ডিজাইন ল্যাঙ্গুয়েজ।

2023 Panigale V4 R এর বডি প্যানেলের উপর ইংরেজিতে "১" সংখ্যাটি লেখা রয়েছে। নির্মাতার দাবি এই সংখ্যাটি আদতে মোটো জিপি এবং ওয়ার্ল্ড এসবিকে (WorldSBK) চ্যাম্পিয়নশিপে তাদের শ্রেষ্ঠত্ব প্রকাশ করে। ডুকাটির পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রথম লটে মোট পাঁচটি মডেল ভারতে আনবে তারা। শীঘ্রই এগুলির ডেলিভারি চালু করা হবে। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক Ducati Panigale V4 R এর খুঁটিনাটি।

Ducati Panigale V4 R: ইঞ্জিন স্পেসিফিকেশন

ডুকাটি তার এই বহুমূল্য স্পোর্টস বাইকটির আর ভ্যারিয়েন্টে ৯৯৮ সিসির ফোর সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করেছে। লিকুইড কুল্ড এই ইঞ্জিন ১৫,৫০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ২১৫ বিএইচপি শক্তি এবং ১২,০০০ আরপিএম গতিতে সর্বাধিক ১১১.৩ এনএম টর্ক উৎপন্ন করে। তবে বাইকটিতে থাকা Akrapovic রেস এগজস্ট সিস্টেম ইঞ্জিন থেকে সর্বোচ্চ ১৫,৫০০ আরপিএম গতিতে ২৩৩ বিএইচপি শক্তি এবং ১২,২৫০ আরপিএম গতিতে ১১৮ এনএম টর্ক পেতে সাহায্য করে। বাইকটিতে সিক্স স্পিড গিয়ারবক্স এবং বাই ডাইরেক্টরাল কুইক শিফটার উপলব্ধ।

Ducati Panigale V4 R: সাসপেনশন ও ব্রেক

সাসপেনশনের দায়িত্ব সামলাতে ডুকাটি প্যানিগেল ভি৪ আর এর সামনের দিকে ৪৩ মিমি চওড়া Ohlins NPX ২৫/৩০ ফর্ক ও পিছনে Ohlins TTX 36 মনোশক অ্যাবজজর্ভার ব্যবহার করা হয়েছে। সাসপেনশন দুটি রাইডার তার নিজের মত অ্যাডজাস্ট করতে পারবেন। ব্রেকিং সিস্টেম হিসেবে সামনের চাকায় ৩৩০ মিমি ডিস্কের সঙ্গে চার পিস্টনযুক্ত ব্রেম্বো মনোব্লক স্টেলিমা M4.30 ক্যালিপার রয়েছে। আর পিছনের চাকায় টুইন পিস্টন ক্যালিপাপের সঙ্গে ২৪৫ মিমি সিঙ্গেল ডিস্ক উপলব্ধ।

Ducati Panigale V4 R: গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য

শক্তিশালী ইঞ্জিনের সঙ্গে সামঞ্জস্য রেখেই ডুকাটি তার এই প্যানিগাল ভি৪ আর বাইকে বেশ কিছু উল্লেখযোগ্য ফিচার যুক্ত করেছে। যেগুলির মধ্যে রয়েছে চার ধরনের রাইডিং মোড, কর্নারিং এবিএস, ট্রাকশন কন্ট্রোল, লঞ্চ কন্ট্রোল, হুইলি কন্ট্রোল, স্লাইড কন্ট্রোল, ইঞ্জিন ব্রেক কন্ট্রোল এবং অটো টায়ার ক্যালিবারেশন। এর পাশাপাশি Panigale V4 R জিপিএস মডিউলের সঙ্গে ডুকাটির নিজস্ব ডেটা অ্যানালাইজার পেয়েছে।

Show Full Article
Next Story