Hero Karizma XMR: লঞ্চের আগেই ডিজাইন ফাঁস, হিরোর নতুন মোটরসাইকেল দেখে ফিদা সবাই

প্রিমিয়াম মোটরসাইকেলকে মার্কেটে নিজস্ব জায়গা করে নিতে সুদূরপ্রসারী পরিকল্পনা করছে হিরো মোটোকর্প (Hero MotoCorp)।...
SUMAN 18 July 2023 2:19 PM IST

প্রিমিয়াম মোটরসাইকেলকে মার্কেটে নিজস্ব জায়গা করে নিতে সুদূরপ্রসারী পরিকল্পনা করছে হিরো মোটোকর্প (Hero MotoCorp)। সম্প্রতি আইকনিক মার্কিন ব্র্যান্ড হার্লে-ডেভিডসন (Harley-Davidson) এর সাথে জোটবদ্ধ হয়ে সংস্থাটি X440 লঞ্চ করেছে। এই বাইকটির হাত ধরেই প্রিমিয়াম মডেলের দুনিয়ায় হিরোর যাত্রারম্ভ বলে মনে করা হচ্ছে। আগামীতে X440-এর প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করেই ৪৪০ সিসির একাধিক বাইক হাজির করবে তারা। এর পাশাপাশি জনপ্রিয় ২০০ সিসি সেগমেন্টে ধামাকা মডেল আনছে হিরো। কিংবদন্তি বাইক Karizma-কে নতুন অবতারে ফিরিয়ে আনা হচ্ছে। Hero Karizma XMR নামে নবরূপে বাজারে পদার্পণ করবে বাইকটি। লঞ্চের আগে ফাঁস হওয়া ডিজাইন পেটেন্ট উদ্দীপনা আরও কয়েক গুণ বাড়িয়ে তুলেছে।

Hero Karizma XMR: ডিজাইন পেটেন্ট ফাঁস

২০০ সিসি বাইকের সম্ভার বাড়ানোর উদ্দেশ্যে এই উদ্যোগ হিরোর। ইতিমধ্যেই সংস্থাটি এদেশে তাদের ডিলারদের সামনে আসন্ন Karizma XMR-এর প্রদর্শন করেছে। যা থেকে বাইকটির লঞ্চ এবং শীঘ্রই এর উৎপাদন শুরু হওয়ার বিষয়ে ইঙ্গিত মেলে। আবার এর ফাঁস হওয়া পেটেন্ট ছবি দেখে স্টাইলিং সম্পর্কে বিশদ ধারণা মিলেছে।

Photo Credit: MotorBeam

Karizma-র নতুন প্রজন্মের XMR মডেলটি আকর্ষণীয় ফুল-ফেয়ারিং সহ আসবে। দর্শনের দিক থেকে এটি যে কারোর নজর টানতে সক্ষম। কারণ ২০১৪-এর তুলনায় বাইকটির ডিজাইন আরও চমকদার করতে চলেছে হিরো। সার্বিক ডিজাইনের প্রসঙ্গে বললে, এতে থাকছে উঁচু ট্যাঙ্ক, স্পোর্টি স্প্লিট সিট সেটআপ, ক্লিপ অন হ্যান্ডেলবার এবং আপসোয়েপ্ট এগজস্ট।

নতুন Karizma XMR হিরোর ফ্ল্যাগশিপ মডেল হিসেবে আসবে। আকার আকৃতিতে বড় হবে। বলতে গেলে এটাই হিরোর সবথেকে স্পোর্টি বাইক। ২১০ সিসি লিকুইড কুল্ড ইঞ্জিন দেওয়া হবে এতে, যা হিরোর ইতিহাসে প্রথম। তবে বাইকটির পাওয়ার ও লঞ্চের সময়কাল প্রসঙ্গে এখনই কিছু বলা সম্ভব হচ্ছে না।

Show Full Article
Next Story