Hero Xtreme vs Honda XBlade: হিরো নাকি হোন্ডা? কোন ব্র্যান্ডের 160cc মোটরসাইকেল সেরা
ভারতের টু-হুইলারের বাজারে সদ্য লঞ্চ হয়েছে Hero Xtreme 160R 4V। নতুন ফিচার হিসেবে স্ট্রিটফাইটার বাইকটিতে ফোর-ভাল্ভ...ভারতের টু-হুইলারের বাজারে সদ্য লঞ্চ হয়েছে Hero Xtreme 160R 4V। নতুন ফিচার হিসেবে স্ট্রিটফাইটার বাইকটিতে ফোর-ভাল্ভ ইঞ্জিন ও ইনভার্টেড ফ্রন্ট-ফর্ক। যুক্ত হয়েছে। মডেলটির প্রারম্ভিক মূল্য ১.২৭ লক্ষ টাকা (এক্স-শোরুম)। বাজারে এর প্রতিদ্বন্দ্বী হিসেবে ২০০ সিসির কম সেগমেন্টে উপস্থিত Honda XBlade। এই প্রতিবেদনে মোটরসাইকেল দুটির মধ্যে কোনটা সেরা, তা জেনে নেবো আমরা।
Hero Xtreme 160R 4V ডিজাইনগত দিক থেকে অধিক আকর্ষণীয়
Honda XBlade ১২ লিটার ফুয়েল ট্যাঙ্ক, একটি অ্যাঙ্গুলার এলইডি হেডলাইট, একটি আপসোয়েপ্ট এগজস্ট, স্টেপ্ট আপ সিট, চওড়া হ্যান্ডেলবার, এবং স্লিক এলইডি টেলল্যাম্প সহ এসেছে। অন্যদিকে Hero Xtreme 160R 4V বাইকে উপস্থিত এক্সটেনশন সহ ১২ লিটারের পেশীবহুল ফুয়েল ট্যাঙ্ক, এলইডি হেডলাইট, স্টেপ্ট আপ সিঙ্গেল পিস সিট, এবং স্লিম এলইডি টেলল্যাম্প। উভয় মডেলেই রয়েছে ১৭ ইঞ্চি অ্যালয় হুইল।
ডাইমেনশনের দিক থেকে দুটি মোটরসাইকেল প্রায় সমান
Honda XBlade-এর মাটি থেকে সিটের উচ্চতা ৭৯৫ মিমি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬০ মিমি, এবং ওজন (কার্ব) ওয়েট ১৪৪ কেজি। আর Hero Xtreme 160R 4V-এর স্যাডেল হাইট ৭৯০ মিমি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬৭ মিমি, ওজন ১৪৫ কেজি।
Hero Xtreme 160R 4V-তে বেশি শক্তিশালী ইঞ্জিন দেওয়া হয়েছে
Honda XBlade-এ এগিয়ে চলার শক্তি জোগাতে উপস্থিত একটি ১৬২.৭ সিসি, ফুয়েল ইনজেক্টটেড, এয়ার-কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা থেকে ১৩.৭ এইচপি শক্তি এবং ১৪.৭ এনএম টর্ক উৎপন্ন হয়।যেখানে Hero Xtreme 160R 4V-এর ১৬৩ সিসি, এয়ার-অয়েল কুল্ড, ৪-ভাল্ভ, সিঙ্গেল সিলিন্ডার মোটর থেকে সর্বোচ্চ ১৬.৭ এইচপি শক্তি এবং ১৪.৬ এনএম টর্ক পাওয়া যাবে। উভয় ইঞ্জিনের সাথে রয়েছে ৫-স্পিড গিয়ারবক্স।
দুটি মোটরসাইকেলের দু’চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক
রাইডারের সুরক্ষার জন্য Honda XBlade ও Hero Xtreme 160R 4V-এর সামনে ও পেছনের চাকায় উপস্থিত পেটাল টাইপ ডিস্ক ব্রেক। প্রথমটিতে রয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস, যেখানে পরবর্তী মডেলটিতে উপস্থিত ডুয়েল চ্যানেল এবিএস। XBlade টেলিস্কোপিক ফ্রন্ট ফর্কে ছোটে। যেখানে Xtreme 160R 4V-তে আছে ৩৭ মিমি ইনভার্টেড ফ্রন্ট ফর্ক। উভয় বাইকের পেছনে রয়েছে একটি প্রিলোড অ্যাডজাস্টেবল মোনোশক ইউনিট।
কোন মোটরসাইকেলটি কিনলে লাভবান হবেন
ভারতে Honda XBlade-এর দাম ১.২১ লক্ষ টাকা থেকে শুরু। যেখানে Hero Xtreme 160R 4V-এর মূল্য ১.২৭ লক্ষ টাকা থেকে শুরু করে ১.৩৭ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত। ডিজাইন, পারফরম্যান্স, ও সেফটি ফিচার্স বিচার করলে বলা যায় Hero Xtreme 160R 4V কেনাই বুদ্ধিমানের কাজ।