Apache, Pulsar-কে মাত দিতে রাত পোহালেই Hero-র নয়া বাইক লঞ্চ, একনজরে দাম-ফিচার্স

বর্তমানে হিরো মোটোকর্প (Hero MotoCorp) একাধিক মোটরসাইকেলের উপর কাজ করছে, যেগুলি শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ করবে। এদিকে...
SUMAN 13 Jun 2023 7:46 PM IST

বর্তমানে হিরো মোটোকর্প (Hero MotoCorp) একাধিক মোটরসাইকেলের উপর কাজ করছে, যেগুলি শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ করবে। এদিকে সংস্থাটি তাদের সোশ্যাল মিডিয়া পেজে বিগত কয়েকদিন যাবৎ 2023 Xtreme 160R-এর টিজার প্রকাশ করে চলেছে। আগামীকালই বেশ কিছু আপডেট সহ লঞ্চ হচ্ছে এই নেকেড বাইক। আসুন Hero Xtreme 160R-এর সম্পর্কে খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

2023 Hero Xtreme 160R: নতুন ইঞ্জিন

হিরো মোটোকর্প 2023 Xtreme 160R-এ একটি ফোর ভাল্ভ হেড ইঞ্জিন দেওয়া হবে বলে নিশ্চিত করেছে। অর্থাৎ আগের চাইতে পারফরম্যান্স আরও ভালো হবে তা বোঝাই যাচ্ছে। বর্তমান মডেলটিতে রয়েছে একটি ১৬৩ সিসি টু ভাল্ভ হেড ইঞ্জিন। যা থেকে ৮,৫০০ আরপিএম গতিতে ১৫ বিএইচপি শক্তি এবং ৬,৫০০ আরপিএম গতিতে ১৪ এনএম টর্ক পাওয়া যায়। আগের মতই নতুন মডেলটি ৫-স্পিড গিয়ারবক্স সহ হাজির হবে।

2023 Hero Xtreme 160R: আপগ্রেডেড সাসপেনশন হার্ডওয়্যার

এখনকার হিরো এক্সট্রিম ১৬০আর-এ উপস্থিত টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক। কিন্তু ২০২৩-এর মডেলে থাকছে আপ-সাইড ডাউন বা ইউএসডি ফর্ক। এতে সামনের চাকার ঝাঁকুনি তুলনামূলক কম অনুভূত হবে। তবে পেছনের সাসপেনশনে কোন পরিবর্তন থাকছে না। আগের মতই রিয়ার মোনোশক প্রি-লোড অ্যাডজাস্টেবল ইউনিট সহ আসবে বাইকটি।

2023 Hero Xtreme 160R: ব্রেকিং সেটআপে কোন পরিবর্তন থাকছে না

অনুমান করা হচ্ছে, নতুন Hero Xtreme 160R-এ কোনো বদল থাকছে না। আগের মতই সিঙ্গেল চ্যানেল এবিএস এবং একটি ২৭৬ মিমি পেটাল ফ্রন্ট ডিস্ক সহ হাজির হবে বাইকটি। বর্তমানে এটি পেছনে একটি ১৩০ মিমি ড্রাম ব্রেক এবং একটি ২২০ মিমি পেটাল ডিস্ক ব্রেকের বিকল্পে বিক্রি করা হয়। তবে এতে ডুয়েল চ্যানেল এবিএস এবং ড্রাম ব্রেক অফার করা হবে কিনা তা এখনও নিশ্চিত করেনি সংস্থা।

2023 Hero Xtreme 160R: দাম ও প্রতিপক্ষ

নতুন Hero Xtreme 160R-এর দাম ৫,০০০ টাকা থেকে ৬,০০০ টাকা বাড়ানো হতে পারে। বর্তমানে মোটরসাইকেলটি ১.১৯ লক্ষ টাকা এবং ১.৩০ লক্ষ টাকা (এক্স-শোরুম) মূল্যে বিক্রি করা হয়। এটি Bajaj Pulsar N160 ও TVS Apache RTR 160 4V-এর সাথে টক্কর নেবে।

Show Full Article
Next Story