আগুন ধরবে না, আবার চাকাও স্লিপ খাবে না, 150 কিমি মাইলেজের সঙ্গে ই-দুর্ধর্ষ স্কুটার লঞ্চ করল Komaki
গত বছর ইলেকট্রিক স্কুটারে একের পর এক দুর্ঘটনার কথা সামনে আসার পর থেকেই নড়েচড়ে বসেছে নির্মাণকারী সংস্থাগুলি। ব্যাটারিতে...গত বছর ইলেকট্রিক স্কুটারে একের পর এক দুর্ঘটনার কথা সামনে আসার পর থেকেই নড়েচড়ে বসেছে নির্মাণকারী সংস্থাগুলি। ব্যাটারিতে যুক্ত করা হচ্ছে অধিক সুরক্ষা ফিচার। এবারে যেমন দেশীয় ইলেকট্রিক টু-হুইলার স্টার্টআপ কোমাকি (Komaki) তাদের TN 95 ই-স্কুটারের নতুন আপডেটেড ভার্সন লঞ্চের কথা ঘোষণা করল। যাতে দেওয়া হয়েছে অ্যান্টি স্কিড প্রযুক্তি এবং অগ্নি নিরোধক ব্যাটারি। LifePO4 অ্যাপ-চালিত স্মার্ট ব্যাটারিটি ৪ থেকে ৫ ঘন্টায় সম্পূর্ণ চার্জ হয়ে যাবে।
Komaki TN 95 : ফিচার্স
কোমাকি দাবি করেছে, তাদের TN 95 মডেলের ২০২৩ ভার্সনের গতি, পারফরম্যান্স এবং স্টোরেজ আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। স্কুটারটিতে ফিচার হিসেবে দেওয়া হয়েছে এলইডি ডিআরএল ফ্রন্ট উইঙ্কার, ডুয়েল এলইডি হেডল্যাম্প, কিলেস এন্ট্রি, ডুয়েল ডিস্ক, পার্কিং অ্যাসিস্ট, ক্রুজ কন্ট্রোল এবং রিভার্স অ্যাসিস্ট।
স্ক্রিন আপগ্রেড হওয়ার ফলে 2023 Komaki TN 95 ইলেকট্রিক স্কুটারে অনবোর্ড নেভিগেশন, সাউন্ড সিস্টেম, ব্লুটুথ এবং অন-রাইড কলিং এর সুবিধা মিলবে। উপরন্তু রিজেন সমেত তিনটি রাইডিং মোডে এসেছে স্কুটারটি – ইকো মোড, স্পোর্টস মোড এবং টার্বো মোড। মেটাল গ্রে ও চেরি রেড কালার অপশনে উপলব্ধ হবে এটি।
Komaki TN 95 : মোটর, রেঞ্জ ও দাম
Komaki TN 95-এ দেওয়া হয়েছে একটি ৫,০০০ ওয়াট হাব মোটর এবং ৫০ অ্যাম্পিয়ার কন্ট্রোলার। প্রতি ঘন্টায় স্কুটারটির সর্বোচ্চ গতিবেগ ৭৫ থেকে ৮৫ কিলোমিটার। সম্পূর্ণ চার্জে এর কম দামী ভ্যারিয়েন্টটি ১৩০ কিলোমিটার রেঞ্জ প্রদানে সক্ষম বলে দাবি করা হচ্ছে। যেখানে সবচেয়ে অত্যাধুনিক মডেলের রেঞ্জ ১৫০ কিলোমিটার। স্কুটারটির দাম ১,৩১,০৩৫ টাকা থেকে শুরু করে ১,৩৯,৮৭১ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে।