Maruti Swift 2023: ডিজাইন পাল্টে মারুতির সবচেয়ে কিউট গাড়ি বাজারে আসছে, এই প্রথম রাস্তায় নামল

Maruti Suzuki চলতি বছরের শুরু থেকেই তাদের একের পর এক গাড়ির আপডেটেড ভার্সন নিয়ে এসে বাজারে‌। সেই তালিকায় WagonR, S-Presso, Celerio-এর মতো ছোট গাড়ির পাশাপাশি…

Maruti Suzuki চলতি বছরের শুরু থেকেই তাদের একের পর এক গাড়ির আপডেটেড ভার্সন নিয়ে এসে বাজারে‌। সেই তালিকায় WagonR, S-Presso, Celerio-এর মতো ছোট গাড়ির পাশাপাশি থেকে শুরু করে Baleno, Ertiga, XL6, ও Brezza রয়েছে। আবার সম্প্রতি Toyota-র যাথে যৌথ উদ্যোগে একদম নতুন Grand Vitata উন্মোচিত করেছে তারা। এছাড়াও, সামনের মাসে Maruti সম্পূর্ণ নয়া অবতারে Alto লঞ্চ করবে বলে জল্পনা শোনা যাচ্ছে। এবার তাদের অন্যতম সর্বাধিক বিক্রিত গাড়ি Swift বড়সড় মেকওভার পেতে চলেছে বলে খবর সামনে এসেছে।

নতুন প্রজন্মের Maruti Swift চলতি বছরের শেষের দিকে বিশ্ববাজারে আত্মপ্রকাশ করতে পারে। 2023 Auto Expo-তে প্রদর্শিত হওয়ার পর এদেশে লঞ্চ হওয়ার সম্ভাবনা হ্যাচব্যাক গাড়িটি। ইতিমধ্যেই জাপান অর্থাৎ মারুতি সুজুকির হোম মার্কেটে গাড়িটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। রাস্তায় দৌড়নোর সময় ছবিও ফাঁস হয়েছে। দেখা গিয়েছে 2023 Swift সম্পূর্ণ ক্যামোফ্লেজ দ্বারা আবৃত। এর সামনে নতুন গ্রিল এবং স্লিক এলইডি হেডল্যাম্পের দেখা মিলেছে। ফ্রন্ট বাম্পার আগের চাইতে চওড়া করা হয়েছে, যাতে অধিক বাতাস প্রবেশ করতে পারে।

2023 Maruti Suzuki Swift spied testing for the first time with new design,2023 Maruti Suzuki Swift with new design India launch,2023 Maruti Swift Testing Begins,২০২৩ মারুতি সুইফট ডিজাইন,২০২৩ মারুতি সুইফট ইঞ্জিন

আপডেটগুলির মধ্যে রয়েছে ‘C’ আকৃতির এয়ার স্প্লিটার সহ ফগল্যাম্প, নতুন ডিজাইনের বডি প্যানেল, বড় অ্যালয় হুইল, হুইল আর্চেস সহ ফক্স এয়ার ভেন্টস। HEARTECT প্ল্যাটফর্মের মডিফায়েড ভার্সনের উপর তৈরি হয়েছে 2023 Maruti Swift। গাড়িটির অন্দরমহল অর্থাৎ কেবিনের ডিজাইনের খুঁটিনাটি এখনও পর্দার আড়ালে রয়েছে। অনুমান করা হচ্ছে, নতুন ড্যাশবোর্ড ও আরও কয়েকটি পরিবর্তনের দেখা মিলবে কেবিনে।

আবার জল্পনায় শোনা যাচ্ছে Maruti Swift 2023 মিল্ড হাইব্রিড টেকনোলজি সহ আসবে। বর্তমানে এটি ১.২ লিটার K12N ডুয়েল জেড পেট্রোল ইঞ্জিন দ্বারা পরিচালিত। যা থেকে ৮৯ বিএইচপি এবং ১১৩ এনএম আউটপুট পাওয়া হয়। ম্যানুয়াল এবং অটোমেটিক উভয় ট্রান্সমিশনের বিকল্পে কেনা যায় গাড়িটি। আবার আগামীতে Swift গাড়িটি সিএনজি ভার্সনে লঞ্চ হতে পারে। গাড়িটির আন্তর্জাতিক মডেল ১.৪ লিটার বুস্টার জেট টার্বো পেট্রোল ইঞ্জিনে ছোটে। যা থেকে ১২৮ বিএইচপি এবং ২৩০ এনএম টর্ক উৎপন্ন হয়।