নতুন ইঞ্জিন, আরও বেশি পাওয়ার, ড্রাইভিংয়ের সর্বোত্তম মজা দিতে আসছে নয়া Maruti Swift
আমাদের দেশের গাড়ির বাজার কয়েক দশক ধরেই মারুতি সুজুকির নিয়ন্ত্রণে থাকলেও এসইউভি সেগমেন্টে তেমনভাবে এযাবৎকাল পর্যন্ত...আমাদের দেশের গাড়ির বাজার কয়েক দশক ধরেই মারুতি সুজুকির নিয়ন্ত্রণে থাকলেও এসইউভি সেগমেন্টে তেমনভাবে এযাবৎকাল পর্যন্ত নাম করতে পারেনি তারা। তবে জাপানের এই সংস্থা Grand Vitara এবং Fronx এই দুইয়ের সুবাদে কমপ্যাক্ট এসইউভি এর দুনিয়ায় নিজেদের ভিত শক্ত করতে কোমর বেঁধে নেমেছে। এমনকি তাদের নতুন লঞ্চ করা ফ্রঙ্কস মডেলটিতে এক বিশেষভাবে টিউন করা টার্বো পেট্রল ইঞ্জিন অপশন হিসেবে দেওয়া হয়েছে। মারুতির এই নতুন টার্বো পেট্রল ইঞ্জিনটি আগামীতে তাদের বেশ কিছু মডেলে ব্যবহার করা হবে। এর মধ্যে একটি হল Maruti Swift এর নতুন আপডেটেড ভার্সন। আর কী কী থাকতে পারে এতে? উত্তর পাবেন এই প্রতিবেদনে।
Maruti Swift: নতুন আপডেট
মারুতি সুজুকি তার আগামী গাড়িগুলিতে নতুন বুস্টার জেট ইঞ্জিন ব্যবহার করার পরিকল্পনা করেছে। ১.০ লিটারের বুস্টার জেট ইঞ্জিনটি থেকে ৯৮ বিএইচপি শক্তি এবং ১৪৮ এনএম টর্ক পিওয়া হয়। অতএব এই ইঞ্জিন মারুতি সুজুকি সুইফ্টে আকর্ষণীয় ড্রাইভ এক্সপেরিয়েন্স প্রদান করবে। সূত্রের দাবি, মারুতির ঝুলিতে থাকা মডেলগুলির মধ্যে অন্যতম সেরা ড্রাইভিং করার অভিজ্ঞতা মিলতে পারে ২০২৩ সুইফ্টে। তবে কি মারুতি এই ভ্যারিয়েন্ট কে সুইফ্ট স্পোর্ট নামে আখ্যায়িত করবে? এর উত্তর কিন্তু সময়ই দেবে।
Maruti Swift: অন্যান্য পরিবর্তন?
অন্য পরিবর্তনের কথা বলতে গেলে কয়েকদিন আগেই নতুন সুইফ্টের টেস্ট করার সময় তার ছবি ধরা পড়েছে ক্যামেরায়। সমস্ত গাড়িটি আবরণে ঢাকা থাকলেও বাইরে থেকে বেশ কিছু ডিজাইন স্পষ্ট দেখতে পাওয়া গেছে। এর মধ্যে অন্যতম হল বর্তমানের তুলনায় খানিকটা ছিমছম গোছের স্টাইল স্টেটমেন্ট। এর বনেটে এক নতুন ধরনের ডিজাইন প্রত্যক্ষ করা গেছে। বদলেছে এর দরজার হ্যান্ডেলের পজিশন। পূর্বের তুলনায় এবারের ডোর হ্যান্ডেলগুলি খানিকটা অধিক গোলাকার।
ইঞ্জিনে অপশন
মারুতি সুজুকি এর আইকনিক মডেল সুইফ্ট এবার একাধিক ইঞ্জিন অপশনে আসতে চলেছে। এর মধ্যে যেমন থাকবে একটি স্ট্রং হাইব্রিড প্রযুক্তির পেট্রল ইঞ্জিন। তেমনই ১.২ লিটারের সাধারণ পেট্রোল ইঞ্জিন দেখতে পাওয়া যাবে। স্ট্রং হাইব্রিড প্রযুক্তির পেট্রল চালিত ইঞ্জিনটি তার প্রযুক্তিগত কারণেই অধিক মাইলেজ প্রদান করতে পারবে। অতএব, মোট তিন ধরনের ইঞ্জিনের অপশন থাকছে গ্রাহকদের জন্য- টার্বো পেট্রোল স্ট্রং হাইব্রিড এবং সাধারণ পেট্রোল।