2023 Royal Enfield Bullet 350: আবেগ ফিরছে নতুন রূপে, সবার প্রিয় বুলেট এর নয়া অবতার নামল রাস্তায়, লঞ্চের আগেই ছবি ফাঁস
Royal Enfield Bullet সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। অসংখ্য বুলেটপ্রেমীর কাছে এটি কেবলমাত্র একটি মোটরসাইকেল নয়, বরং...Royal Enfield Bullet সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। অসংখ্য বুলেটপ্রেমীর কাছে এটি কেবলমাত্র একটি মোটরসাইকেল নয়, বরং আবেগ বলা যেতে পারে! কিন্তু সেই আবেগ যখন নতুন রূপ পায়, তা সকলের হৃদয় জিতে নেওয়ার জন্য যথেষ্ট। হ্যাঁ, ঠিকই ধরেছেন। নতুন সংস্করণে আসতে চলেছে বাপ-ঠাকুরদার আমলে বাজারে আসা আইকনিক মোটরসাইকেল Royal Enfield Bullet। যদিও ডিজাইনের দিক থেকে এখনও পুরনো মডেলটি বহু বুলেটপ্রেমীর ক্রাশ। তবে আসন্ন মডেলে বুলেটের ঐতিহ্য পুরোদস্তুর বহাল রাখলেও, যুক্ত হয়েছে মডার্ন টাচ। এই নিয়ে দ্বিতীয়বার ভারতের রাস্তায় উন্মুক্ত অবস্থায় ধরা দিয়েছে 2023 Royal Enfield Bullet 350।
2023 Royal Enfield Bullet মডেলে আগের সেই সাবেকি ডিজাইন দেখা গিয়েছে। যেমন গোলাকার হেডলাইট, টুইন পাইলট লাইট, গোলাকৃতি রিয়ার ভিউ মিরর এবং রাউন্ড ইন্ডিকেটর। চালককে আগের মতই আপরাইট রাইডিং পজিশন দেওয়ার জন্য চওড়া হ্যান্ডেল বার রয়েছে। বাইকটিতে আগের মতোই আগেরই মতো সিঙ্গেল পিস সিট ও গ্র্যাবরেল পাওয়া যাবে।
নতুন বুলেটে মাঝ বরাবর ফুট পেগ দেওয়া হয়েছে। যা চালকের রাইডিং পজিশন আরামদায়ক করবে। এর প্ল্যাটফর্ম সহ বেশিরভাগ যন্ত্রাংশ, সাসপেনশন Classic 350 ও Meteor 350 থেকে নেওয়া হয়েছে। সংস্থার নতুন ‘J’ প্লাটফর্ম এর উপর ভিত্তি করে তৈরি ইঞ্জিন আগের তুলনায় আরও ভালো পারফরম্যান্স দেবে। সাথে বেশি গতিতে চলার সময় ভাইব্রেশন কমাবে বলে আশা করা হচ্ছে।
Royal Enfield Bullet 350 সংস্থার J সিরিজের নতুন ইঞ্জিনের সাথে আসতে চলেছে। যা কম ঝাঁকুনির সাথে পরিশোধিত পারফরম্যান্স সরবরাহ করবে। ৩৪৯ সিসির সেই সিঙ্গেল এয়ার কুল্ড ইঞ্জিন ইতিমধ্যেই Classic 350 ও Meteor 350-এ দেওয়া হয়েছে। যার ক্ষমতা ২০.২ বিএইচপি এবং টর্ক ২৭ এনএম। সঙ্গে থাকবে ৫-স্পিড গিয়ার বক্স। এছাড়া সাসপেনশনের জন্য এতে দেওয়া হবে চিরাচরিত টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং রিয়ার টুইন শক অ্যাবজর্ভার। সামনে ডিস্ক এবং পেছনে ড্রাম ব্রেকের সাথে সিঙ্গেল চ্যানেল এবিএস সিস্টেম থাকবে। আবার পুরনো মডেলের মতো স্পোক হুইল ও ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের ডিজাইন অপরিবর্তিত থাকতে চলেছে।
বর্তমান মডেলের তুলনায় নতুন প্রজন্মের Bullet 350 যে আরও ফিচারসমৃদ্ধ হয়ে আসবে, তা স্পষ্ট। লঞ্চ হতে পারে আগামী বছরের প্রথমার্ধে। দাম দেড় লাখের কাছাকাছি রাখা হতে পারে। প্রতি বছর তিন-চারটি করে মোটরসাইকেল লঞ্চের পরিকল্পনা করছে রয়্যাল এনফিল্ড। Scram 411-এর চলতি বছরে সংস্থার দ্বিতীয় নতুন মডেল হিসাবে অগাস্টে আসছে Hunter 350।