Honda নাকি Royal Enfield? Bullet 350 ও H'ness CB350-এর মধ্যে কোন বাইক কিনলে লাভ
ভারতের বাজারে সদ্য লঞ্চ হয়েছে নয়া সংস্করণের Royal Enfield Bullet 350। ২০২৩-এর মডেলটির দাম শুরু হচ্ছে ১.৭৪ লক্ষ টাকা...ভারতের বাজারে সদ্য লঞ্চ হয়েছে নয়া সংস্করণের Royal Enfield Bullet 350। ২০২৩-এর মডেলটির দাম শুরু হচ্ছে ১.৭৪ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে। আইকনিক মোটরসাইকেলটি তিনটি ভ্যারিয়েন্ট এবং পাঁচটি কালার অপশনে হাজির হয়েছে। এখন বিষয় হচ্ছে এই ধার্য মূল্যে বাইকটি Honda H'ness CB350-এর প্রতিপক্ষ হিসাবে জায়গা নিয়েছে। এখন বিষয় হচ্ছে, মোটরসাইকেল দুটির মধ্যে কোনটি কার থেকে এগিয়ে। এই প্রতিবেদনে মডেল দুটির খুঁটিনাটি তুলে ধরা হল।
Royal Enfield Bullet 350-র দর্শন অধিক আবেদনময়ী
2023 Royal Enfield Bullet 350-এর ফিচারের তালিকায় রয়েছে মেটালিক ব্যাজ সমেত টিয়ারড্রপ-আকৃতির ফুয়েল ট্যাঙ্ক, গোলাকৃতি হেডল্যাম্প, সিগনেচার ‘টাইগার আই’ পাইলট ল্যাম্প, একটি ইন্টিগ্রেটেড গ্র্যাব রেল সমেত সিঙ্গেল পিস সিট এবং ওয়্যার স্পোক হুইল। অন্যদিকে 2023 Honda H'ness CB350-তে উপস্থিত কারুকার্যে ভরা ফুয়েল ট্যাঙ্ক, একটি রাউন্ড এলইডি হেড ল্যাম্প, স্লিক এলইডি টেল ল্যাম্প, একটি চওড়া হ্যান্ডেলবার, একটি আপসোয়েপ্ট এবং ডিজাইনার অ্যালয় হুইল।
H'ness CB350-তে আছে হোন্ডা সিলেক্টেবল টর্ক কন্ট্রোল
চালকের সুরক্ষা নিশ্চিত করতে Royal Enfield Bullet 350 ও Honda H'ness CB350-এ ডুয়েল চ্যানেল এবিএস সহ দুই চাকায় ডিস্ক ব্রেক রয়েছে। হোন্ডার বাইকে দেওয়া হয়েছে হোন্ডা সিলেক্টেবল টর্ক কন্ট্রোল বা HSTC। সাসপেনশনের দায়িত্ব সামলাতে উভয় রেট্রো ক্রুজারে উপস্থিত টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং ডুয়েল রিয়ার শক অ্যাবসর্বার।
উভয় বাইকের পারফরম্যান্স
Royal Enfield Bullet 350-তে এগিয়ে চলার শক্তি জোগাতে রয়েছে একটি ৩৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার, J-সিরিজ ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ২০ এইচপি শক্তি এবং ২৭ এনএম টর্ক পাওয়া যাবে। যেখানে Honda H'ness CB350-এ আছে একটি ৩৪৮.৬ সিসি, এয়ার কুল্ড, ফুয়েল ইনজেক্টেড, সিঙ্গেল সিলিন্ডার মোটর। এটি থেকে সর্বোচ্চ ২০.৮ এইচপি শক্তি এবং ৩০ এনএম টর্ক পাওয়া যায়। ট্রান্সমিশনের দায়িত্ব সামলাতে উভয় বাইকে রয়েছে ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স।
কোন মোটরসাইকেলটি কেনা উচিত?
ভারতে 2023 Royal Enfield Bullet 350-এর দাম ১.৭৪ লক্ষ থেকে ২.১৬ লক্ষ টাকা ধার্য করা হয়েছে। অন্যদিকে, Honda H'ness CB350 কিনতে খরচ করে ২.১ লক্ষ থেকে ২.১৫ লক্ষ টাকা (প্রতিটি এক্স-শোরুম মূল্য ধরে)। আমাদের মতে ডিজাইন এবং ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে Bullet 350 অপেক্ষাকৃত এগিয়ে।