2023 Suzuki Hayabusa: সুজুকির গতিদানব নতুন রূপে ভারতে লঞ্চ হল, ডুয়াল টোনে নজর কাড়ছে

আজ থেকে প্রায় বছর ২০ আগে ভারতীয় সিনেমার ইতিহাসে মুক্তি পেয়েছিল এক ঐতিহাসিক সিনেমা ধুম (Dhoom)। পরবর্তীতে এই সিনেমার...
techgup 7 April 2023 5:16 PM IST

আজ থেকে প্রায় বছর ২০ আগে ভারতীয় সিনেমার ইতিহাসে মুক্তি পেয়েছিল এক ঐতিহাসিক সিনেমা ধুম (Dhoom)। পরবর্তীতে এই সিনেমার বেশ কয়েকটি সিরিজ দেখেছি আমরা। ২০০৪ সালে প্রথম মুক্তি পাওয়া এই ধুম সিনেমায় জনপ্রিয় অভিনেতা জন আব্রাহামের সুজুকি হায়াবুসা (Suzuki Hayabusa) চালানোর ভিডিও দেখে মুগ্ধ হয়েছিল সুদূর কাশ্মীর থেকে কন্যাকুমারী। আর সেই থেকেই ভারতের বাজারে সুজুকি মোটরসাইকেলের (Suzuki Motorcycle) তৈরি এই সুপারস্পোর্টস বাইকের সাফল্যের পথ চলা শুরু। গত বছর বাইকটির তৃতীয় প্রজন্মের মডেল লঞ্চ হয়েছিল আন্তর্জাতিক বাজারে। ক'মাস পর এবার 2023 Suzuki Hayabusa ভারতে পা রাখল।

2023 Suzuki Hayabusa: ইঞ্জিন

নতুন মডেলে নতুন ডুয়েল টোন পেইন্ট স্কিম যুক্ত হওয়ার পাশাপাশি নতুন চালু হওয়া অন-বোর্ড ডায়াগনস্টিক নীতি অনুসরণ করে ইঞ্জিনে সামান্য কিছু পরিবর্তন করা হয়েছে। বাইকটির সারা শরীরে এক ধরনের রং এবং হাওয়া ঢোকার অংশ, সাইড কাউল সহ পিছনের দিকের অংশে ভিন্ন রং দেখতে দেখতে পাওয়া যায়। মেটালিক থান্ডার গ্রে/ক্যান্ডি ডেয়ারিং রেড, মেটালিক ম্যাট ব্ল্যাক/গ্লাস স্পার্কল, এবং পার্ল ভিগর ব্লু/পার্ল ব্রিলিয়ান্ট হোয়াইট কালার অপশনে বেছে নেওয়া যাবে এটি।

সুজুকির তৈরি এই ফ্লাগশিপ বাইকটিতে ১৩৪০ সিসির ইনলাইন ফোর সিলিন্ডার ও লিকুইড কুলিং প্রযুক্তিযুক্ত DOHC ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনটি থেকে উৎপাদিত পাওয়ার এবং টর্ক আউটপুট যথাক্রমে ১৯০ এইচপি এবং ১৫০ এনএম।

2023 Suzuki Hayabusa: সাসপেনশন, ব্রেক ও হার্ডওয়্যার

সুজুকি হায়াবুসা বাইকটি টুইন স্পার অ্যালুমিনিয়াম ফ্রেমের উপর তৈরি। এর হুইল বেসের দৈর্ঘ্য ১৪৮০ মিমি এবং এর ওজন ২৬৪ কেজি। সোয়া (Showa) থেকে নেওয়া সাসপেনশন এবং সামনের চাকায় ব্রেমবোর তৈরি স্টিলেমা ব্রেকিং ক্যালিপার নজরে আসে এতে। এছাড়াও উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম এলইডি হেডলাইট, এনালগ ইন্সট্রুমেন্ট কনসোল এর মাঝে টিএফটি ডিসপ্লে, এক পাশে থাকা বৃহদাকার এগজস্ট পাইপ এবং মাসকুলার ফুয়েল ট্যাঙ্ক।

2023 Suzuki Hayabusa: সেফটি ফিচার্স

স্পোর্টস বাইক হিসেবে এর চাকায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। উভয় দিকেই Bridgestone Battlax S22 এর টায়ার ব্যবহার করা হয়েছে। উপরন্ত চালকের সেফটির কথা ভেবে এক ঝাঁক সুরক্ষা কবজ মিলবে এতে। যেমন টেন লেভেল ট্রাকশন কন্ট্রোল, টেন লেভেল অ্যান্টি হুইলি কন্ট্রোল, থ্রি লেভেল ইঞ্জিন ব্রেক কন্ট্রোল, ট্রিপল পাওয়ার মোড, লঞ্চ কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল, কর্নারিং এবিএস সিস্টেম, হিল-হোল্ড কন্ট্রোল সহ আরো অনেক কিছু।

2023 Suzuki Hayabusa: দাম

৭ই এপ্রিল অর্থাৎ আজকে থেকেই ভারতবাসীর জন্য ২০২৩ সুজুকি হায়াবুসা কেনার দরজা খুলে যাচ্ছে। দিল্লিতেএর এক্স শোরুম মূল্য ১৬.৪১ লাখ টাকা। সারা দেশ জুড়ে ছড়িয়ে থাকা সুজুকির বিগ বাইক শোরুমগুলি থেকে মিলবে সুপারবাইকটি।

নতুন মডেলের লঞ্চ প্রসঙ্গে সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর কেনিচি উমেদা জানান, "বিগত লঞ্চের পর থেকেই গুরুগ্রামের কারখানায় অ্যাসেম্বেল করা সবকটি মডেলই অতি দ্রুততার সঙ্গেই বিক্রি করা গিয়েছে। গ্রাহকদের থেকে এই বিপুল উচ্ছ্বাস দেখে সুজুকি মোটরসাইকেলের আইকনিক বাইকটিতে নতুন রংয়ের প্রলেপ এবং ওবিডি২ ইঞ্জিন চালু করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। এই লেজেন্ড মোটরসাইকেলে নতুন রংয়ের ছোঁয়া এক আলাদা ধরনের স্টাইল স্টেটমেন্ট তৈরি করতে পারবে। এই ব্যাপারে আমরা যথেষ্ট নিশ্চিত।"

Show Full Article
Next Story