2023 Suzuki Hayabusa: সুজুকির নতুন ধুম বাইক উন্মোচিত হল, ভারতে লঞ্চ হবে শীঘ্রই
ভারী চেহারা, চোখধাঁধানো ডিজাইন, এবং গতির জন্য জগৎজোড়া সুখ্যাতি Suzuki Hayabusa-র। ধুম ছবির সাথে ভারতীয়দের সাথে এই...ভারী চেহারা, চোখধাঁধানো ডিজাইন, এবং গতির জন্য জগৎজোড়া সুখ্যাতি Suzuki Hayabusa-র। ধুম ছবির সাথে ভারতীয়দের সাথে এই সুপারবাইকের প্রথম পরিচয় হয়েছিল। গত বছর BS6 ভার্সনে ভারতে আত্মপ্রকাশ করেছিল হায়াবুসা। আর এখন আর্ন্তজাতিক বাজারে 2023 Suzuki Hayabusa-র উপর থেকে পর্দা উঠল। নতুন মডেলে আপডেট বলতে শুধু যোগ হয়েছে তিনটি নয়া কালার স্কিম। বাকি সবকিছু অপরিবর্তিত।
ইন্টারন্যাশনাল মার্কটে 2023 Suzuki Hayabusa মেটালিক ম্যাট ব্ল্যাক, গ্লাস স্পার্কেল ব্ল্যাক, এবং মেটালিক থান্ডার গ্রে কালার অপশনের সাথে উন্মোচিত হয়েছে। তৃতীয়টিতে সামনের অংশ, সাইড প্যানেল, এবং রিয়ার সিট কাউল ক্যান্ডি ডেয়ারিং রেড অ্যাকসেন্টের ছোঁয়া পেয়েছে।
পারফরম্যান্স ও ফিচারগুলির নিরিখে নতুন সুজুকি হায়াবুসা সম্পূর্ণরূপে অপরিবর্তিত। আগের মতোই এতে অসীম শক্তিশালী ১৩৪০ সিসির ইনলাইন ফোর সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। যার ক্ষমতা ১৮৮ বিএইচপি ও ১৫০ এনএম। ইঞ্জিনকে যোগ্য সঙ্গত দিতে সিক্স স্পিড গিয়ারবক্স আছে৷ যার সাথে বি-ডিরেকশনাল কুইকশিফ্টার স্ট্যান্ডার্ড ফিচার।
হায়াবুসার হাইটেক বৈশিষ্ট্যগুলির মধ্যে সিক্স-অ্যাক্সিস আইএমইউ, রাইড-বাই-ওয়্যার থ্রটল, এবিএস, রাইডিং মোডস (পাঁচটি), লঞ্চ কন্ট্রোল, ট্র্যাকশন কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল, ইঞ্জিন-ব্রেক কন্ট্রোল, এবিএস উল্লেখযোগ্য। বর্তমান প্রজন্মের হায়াবুসা ভারতে সীমিত সংখ্যায় উপলব্ধ। নতুন মডেলটি এ দেশে অগাস্ট/সেপ্টেম্বর নাগাদ লঞ্চ হবে বলে আশা করা যায়।