R15 এখন অতীত, ভারতে লঞ্চের আগে নতুন আঙ্গিকে আত্মপ্রকাশ Yamaha R3 বাইকের
ইয়ামাহা মোটর (Yamaha Motor) জাপানের বাজারে R3 স্পোর্টস বাইকের আপডেটেড ভার্সন আনুষ্ঠানিক ভাবে লঞ্চের কথা ঘোষণা করল। যা...ইয়ামাহা মোটর (Yamaha Motor) জাপানের বাজারে R3 স্পোর্টস বাইকের আপডেটেড ভার্সন আনুষ্ঠানিক ভাবে লঞ্চের কথা ঘোষণা করল। যা সম্প্রতি ভারতে ডিলারদের একটি অনুষ্ঠানে সংস্থার তরফে একাধিক প্রিমিয়াম মোটরসাইকেলের সঙ্গে প্রদর্শিত হয়েছিল। একসময় বাইকটির সীমিত সংখ্যায় এদেশে বিক্রি করত তারা। কিন্তু পরে তা বন্ধ করে দেওয়া হয়। ইতিমধ্যেই দেশে আনঅফিশিয়ালি Yamaha R3-এর বুকিং শুরু হয়েছে। অফিশিয়াল লঞ্চ হবে চলতি বছরেই।
2023 Yamaha R3 : ফিচার্স ও ইঞ্জিন
2023 Yamaha R3-তে দেওয়া হয়েছে একটি নতুন স্লিক এলইডি ইন্ডিকেটর, যা সংস্থার বড় স্পোর্টস বাইক থেকে ধার করা হয়েছে। আরও বেশি সংখ্যক ক্রেতাকে আকৃষ্ট করতে নতুন পার্পেল শেডে এসেছে বাইকটি। এগিয়ে চলার শক্তি যোগাতে এতে উপস্থিত একটি ৩২১ সিসি প্যারালাল টুইন ইঞ্জিন। যা থেকে ১০,৭৫০ আরপিএম গতিতে ৪১ বিএইচপি এবং ৯,০০০ আরপিএম গতিতে ২৯.৫ এনএম টর্ক পাওয়া যাবে। মোটরের সাথে সংযুক্ত ৬-স্পিড গিয়ারবক্স।
হার্ডওয়্যার হিসেবে মোটরসাইকেলটিতে রয়েছে ৩৭ মিমি ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং কেওয়াইবি-র প্রি লোড অ্যাডজাস্টেবল রিয়ার মনোশক। Yamaha R3-এর ২০২৩ মডেলে অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে উপস্থিত অল এলইডি লাইটিং, এলসিডি ইন্সট্রুমেন্ট কনসোল, স্লিপার ক্লাচ, ডুয়েল চ্যানেল এবিএস ইত্যাদি। ভারতে অতীতে বিক্রিত বাইকটির পুরনো মডেলের সাথে নতুন ভার্সনের প্রত্যাশা মতোই ডিজাইনগত কিছু পার্থক্য রয়েছে।
এদেশে লঞ্চ হলে Yamaha R3-এর সাথে KTM RC 390, BMW G 310 RR, TVS Apache RR 310, Kawasaki Ninja 300 ও Kawasaki Ninja 400-এর প্রতিযোগিতা চলবে। বাইকটি জাপান থেকে আমদানি করে ভারতে বিক্রি করা হবে বলেই অনুমান করা হচ্ছে।