বাজার কাঁপাতে লঞ্চ হল নতুন Bajaj Pulsar 150, রয়েছে ডিজিটাল ডিসপ্লে, ব্লুটুথ ফিচার্স

আজও বাজাজ অটো’র (Bajaj Auto) সবচেয়ে জনপ্রিয় বাইক হচ্ছে Pulsar রেঞ্জ। এটি দীর্ঘদিন ধরে বাজারে নিজের বিক্রম দেখিয়ে আসছে। সম্প্রতি NS ও N সিরিজের পর…

আজও বাজাজ অটো’র (Bajaj Auto) সবচেয়ে জনপ্রিয় বাইক হচ্ছে Pulsar রেঞ্জ। এটি দীর্ঘদিন ধরে বাজারে নিজের বিক্রম দেখিয়ে আসছে। সম্প্রতি NS ও N সিরিজের পর অন্যান্য পালসার মডেলেও আপডেট দেওয়া শুরু করেছে বাজাজ। এবারে আমজনতার অত্যন্ত প্রিয় বাইক Pulsar 150-এর নতুন ভার্সন নিয়ে হাজির হল সংস্থা। নয়া মডেলগুলি শোরুমে পৌঁছানোর কাজ আরম্ভ হয়ে গিয়েছে।

2024 Bajaj Pulsar 150 : ফিচার্স ও ডিজাইন

2024 Bajaj Pulsar 150-তে তরতাজা কালার এবং দুর্দান্ত গ্রাফিক্সের দেখা মিলেছে। সবচেয়ে বড় পরিবর্তন হিসাবে উপস্থিত অত্যাধুনিক ডিজিটাল কনসোল। ফুয়েল ট্যাঙ্কে ‘150’ কথাটি থ্রিডি-তে সুস্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে। লাল গ্রাফিক্সের সাথে কার্বন ফাইবার ফিনিশ স্ট্রিপ লুকসে নতুন মাত্রা যোগ করেছে। নতুন এলসিডি কনসোলে ভেসে উঠবে ট্রিপ মিটার, ডিসট্যান্স টু এম্পটি ইন্ডিকেটর, রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর। এছাড়া রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি অর্থাৎ স্মার্টফোনের সঙ্গে যুক্ত করার সুবিধা।

2024 Bajaj Pulsar 150 : ইঞ্জিন

নতুন Bajaj Pulsar 150 আগের মতোই একটি 149.5 সিসি, এয়ার কুল্ড, ফুয়েল ইনজেক্টটেড ইঞ্জিনে ছুটবে। অর্থাৎ পারফরম্যান্স অপরিবর্তিত থাকছে। ফলে এটি থেকে সর্বোচ্চ 13.8 এইচপি ক্ষমতা এবং 13.25 এনএম টর্ক উৎপন্ন হবে। ইঞ্জিনের সাথে তাল মিলিয়ে দেওয়া হয়েছে 5-স্পিড গিয়ারবক্স।

2024 Bajaj Pulsar 150: দাম

নতুন Pulsar 150-তে ডুয়েল চ্যানেল এবিএস যোগ হয়েছে কিনা, তা এখনও নিশ্চিত করা যায়নি। তেমনটা হলে সুরক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে। জানা গিয়েছে, নতুন পালসার 150 এর সিঙ্গেল ডিস্ক ভ্যারিয়েন্টের দাম 1,13,523 টাকা, যেখানে টুইন ডিস্ক মডেলটি কিনতে খরচ পড়বে 1,17,459 টাকা (এক্স-শোরুম)।