ডাবল ধামাকার জন্য তৈরি তো! আসছে নতুন Pulsar RS200 ও F250, ফিচার্স কাঁপিয়ে দেবে

Pulsar অনুরাগীদের এখন পৌষমাস। 2024 শুরু হতেই একের পর এক Pulsar-এর নতুন প্রজন্মের মডেল নিয়ে হাজির হতে শুরু করেছে বাজাজ অটো (Bajaj Auto)। গোটা NS…

Pulsar অনুরাগীদের এখন পৌষমাস। 2024 শুরু হতেই একের পর এক Pulsar-এর নতুন প্রজন্মের মডেল নিয়ে হাজির হতে শুরু করেছে বাজাজ অটো (Bajaj Auto)। গোটা NS সিরিজ এবং N250-র পর এবার পালা RS200 ও F250-র। এই দুই বাইকের আপডেট ভার্সন আনতে চলেছে বাজাজ। জানা গেছে, এ বছরের শেষের দিকে Pulsar F250 ও RS200-এর নয়া ভার্সন লঞ্চ করবে সংস্থা।

বাজারে আসছে নতুন Pulsar RS200 ও F250

প্রথমে Pulsar N250-তে আপডেট দেওয়ার নেপথ্যে এর জনপ্রিয়তাকে ঢাল করেছে বাজাজ। নতুনত্ব হিসেবে এই নেকেড মডেলে যোগ হয়েছে ইউএসডি ফ্রন্ট ফর্ক, ব্লুটুথ কানেক্টিভিটি সহ একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, যেখানে কল ও এসএমএস অ্যালার্ট, টার্ন বাই টার্ন নেভিগেশন ভেসে উঠবে। এছাড়া যুক্ত হয়েছে 140 সেকশন রিয়ার টায়ার, ট্রাকশন কন্ট্রোল, নতুন কালার এবং বডি গ্রাফিক্স। অনুমান করা হচ্ছে, এই আপডেটগুলি Pulsar F250 ও RS200 বাইকেও দেওয়া হতে পারে।

দেখতে গেলে, Bajaj Pulsar RS200 বিগত কয়েক বছর ধরে কোনও ডিজাইন বা ফিচার্স আপডেট পায়নি। এবারে সে পথে অগ্রসর হতে চলেছে বাজাজ। তবে আগের মতই একটি 199.5 সিসি লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনে ছুটবে এটি। যা থেকে 9,750 আরপিএম গতিতে 24.1 বিএইচপি শক্তি এবং 8,000 আরপিএম গতিতে 18.7 এনএম টর্ক উৎপন্ন হবে। সাথে থাকছে 6-গতির গিয়ারবক্স।

Bajaj Pulsar F250-তে উপস্থিত একটি 249 সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার অয়েল কুল্ড ইঞ্জিন। এটি থেকে 8,750 আরপিএম গতিতে 24.1 বিএইচপি শক্তি এবং 6,000 আরপিএম গতিতে 21.5 এনএম টর্ক পাওয়া যায়। মোটরকে যোগ্য সঙ্গত দিতে রয়েছে 5-স্পিড গিয়ারবক্স।