সস্তায় নতুন স্পোর্টস বাইক আনছে Bajaj, ডিজাইন ও ফিচার্সে থাকবে বিশাল চমক
মোটরসাইকেলে আপডেট দেওয়ার ক্ষেত্রে জোরে দৌড়াচ্ছে বাজাজ অটো (Bajaj Auto)। Pulsar NS সিরিজ ও Pulsar N সিরিজের পর এবার...মোটরসাইকেলে আপডেট দেওয়ার ক্ষেত্রে জোরে দৌড়াচ্ছে বাজাজ অটো (Bajaj Auto)। Pulsar NS সিরিজ ও Pulsar N সিরিজের পর এবার Pulsar RS200-এর নতুন ভার্সন তৈরিতে হাত লাগিয়েছে সংস্থা। কবে লঞ্চ হবে সেই সম্পর্কে এখনই মুখ খোলেনি বাজাজ। তবে সূত্রের দাবি, আগামী কয়েক মাসের মধ্যেই ভারতে আসতে চলেছে Pulsar RS200-এর নতুন সংস্করণ।
নতুন Bajaj Pulsar RS200 লঞ্চ হবে ক'মাসের মধ্যেই
Pulsar রেঞ্জের একমাত্র RS200 মডেলটি এখনও সেভাবে উল্লেখযোগ্য কোনও আপডেট পায়নি। অনুমান করা হচ্ছে, অত্যাধুনিক ফিচার্স এবং ফ্রেশ কালার স্কিম সমেত হাজির হবে এই বাইক। নতুনত্ব হিসাবে যোগ হতে পারে ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, যা ব্লুটুথ কানেক্টিভিটি এবং টার্ন বাই টার্ন নেভিগেশন অফার করবে।
আবার 2024 Pulsar RS200-এ নতুন এলইডি হেড ল্যাম্প দেখা যেতে পারে। তবে এতে ট্রাকশন কন্ট্রোল এবং এবিএস মোড অফার করা হবে কিনা সেই বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। বাইকটির ডিজাইনও কিছুটা বদলাতে পারে বাজাজ। জল্পনা শোনা যাচ্ছে, নতুন Bajaj Pulsar RS200-এ থাকবে আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক। এতে হ্যান্ডলিং এবং স্টেবিলিটি আরও উন্নত হবে।
Bajaj Pulsar RS200 আগের মতই একটি 199.5 সিসি লিকুইড কুল্ড ইঞ্জিনে ছুটবে। এটি থেকে 9,750 আরপিএম গতিতে সর্বোচ্চ 24.1 বিএইচপি ক্ষমতা এবং 8,000 আরপিএম গতিতে 18.7 এনএম টর্ক উৎপন্ন হবে। সাথে থাকছে 6-স্পিড গিয়ারবক্স। N250 ও NS200-এর মতো এর নতুন ভার্সনের দাম সামান্য বাড়ানো হতে পারে।