ভারতের স্কুটার মার্কেটে আধিপত্য বাড়াতে নতুন অবতারে Destini 125 লঞ্চ করতে চলেছে হিরো মটোকর্প। বিশাল মেকওভার থাকার কারণে একে ফেসলিফ্ট ভার্সন হিসাবেই ডাকা হচ্ছে। আগামী 7 সেপ্টেম্বর লঞ্চ হওয়ার কথা। তার আগে একটি টিজার প্রকাশ করে নতুন ডেস্টিনি 125-এর ডিজাইন ও আপডেট সম্পর্কে ধারণা দিয়েছে কোম্পানি।
টিজারে নতুন Hero Destini 125-এর সামনে ডিস্ক ব্রেক দেখানো হয়েছে। পিছনে ড্রাম ব্রেক থাকবে বলেই অনুমান৷ সঙ্গে মিলতে পারে কম্বি ব্রেকিং সিস্টেম। অ্যালয় হুইলের সঙ্গে থাকবে টিউবলেস টায়ার। পিছনে নতুন টেলল্যাম্প থাকছে, যার মধ্যে এলইডি আলো ব্যবহার করা হয়েছে।
স্কুটারটির সবচেয়ে বড় পরিবর্তন সামনে অংশে। ডিজাইন ঢেলে সাজিয়েছে কোম্পানি। ফ্রন্ট অ্যাপ্রনে ইংরেজি ‘H’ আকৃতির এলইডি ডেটাইম রানিং লাইট ও প্রোজেক্টর সেটআপ সহ নতুন এলইডি হেডল্যাম্প থাকছে। রাইড আরও আরামদায়ক করার জন্য পিলিয়নের পিছনে ব্যাকরেস্ট মিলবে। সিটের জন্য হিরো মেরুন কালারের সঙ্গে কপার এলিমেন্ট ব্যবহার করছে।
Hero Destni 125 ফেসলিফ্টে নতুন কালার অপশন ও ফিচার্স যোগ হবে বলে আশা করা যায়। তবে ইঞ্জিন পারফরম্যান্সে কোনও আপগ্রেড থাকার সম্ভাবনা কম। ফলে বর্তমান মডেলের মতো 125 সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিনে দৌড়বে। এটি 7,000 আরপিএম গতিতে সর্বাধিক 9 বিএইচপি ক্ষমতা এবং 5,500 আরপিএম গতিতে 10.4 এনএম টর্ক উৎপন্ন করবে। সঙ্গে থাকবে সিভিটি অটোমেটিক গিয়ারবক্স।