পুজোর বাজার কাঁপাতে 10,000 টাকা সস্তায় লঞ্চ হল Hero Xtreme 160R-এর ব্র্যান্ড নিউ এডিশন
Hero MotoCorp আজ 2024 Xtreme 160R 2V মোটরসাইকেল লঞ্চ করল। আপডেটেড ভার্সনটির দাম রাখা হয়েছে 1.11 লক্ষ টাকা (এক্স-শোরুম)।...Hero MotoCorp আজ 2024 Xtreme 160R 2V মোটরসাইকেল লঞ্চ করল। আপডেটেড ভার্সনটির দাম রাখা হয়েছে 1.11 লক্ষ টাকা (এক্স-শোরুম)। শুনলে অবাক হবেন, বর্তমান মডেলের থেকে এটি 10,000 টাকা সস্তা। সামনে যেহেতু উৎসবের মরসুম, তাই বিক্রি বাড়াতেই দাম কমিয়ে Xtreme 160R 2V স্পোর্টি নেকেড বাইকের নতুন সংস্করণের আগমন বলে মনে করা হচ্ছে।
2024 Hero Xtreme 160R 2V কী পরিবর্তন আনল
নতুন হিরো এক্সট্রিম 160R 2V-এর কোর ডিজাইন অপরিবর্তিত। এতে নতুন টেললাইট, আরামদায়ক সিট এবং ড্রাগ রেস টাইমার নামে সেগমেন্ট ফার্স্ট ফিচার যুক্ত করা হয়েছে। বাইকটির নয়া ভার্সনে 'X' চিহ্ন সহ নতুন সিগনেচার টেল ল্যাম্প থাকছে, যা হিরোর লোগোর প্রতিনিধিত্ব করে। এতে ড্র্যাগ রেস টাইমারও রয়েছে, যা প্রতি ঘন্টায় 0-60 কিমি গতি তোলার সময় অ্যাক্সিলারেশন টাইম পরিমাপ করতে পারে।
আরও পড়ুন : লঞ্চের আগেই Samsung Galaxy S24 FE এর দাম ফাঁস, থাকবে হাই কোয়ালিটি ক্যামেরা সহ এই খাস ফিচার
এই প্রাইস সেগমেন্টে অন্য কোনও মোটরসাইকেলের ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারে উক্ত ফিচারটি পাওয়া যাবে না। নয়া Hero Xtreme 160R 2V-র আর একটি আপডেট হল, নতুন পিলিয়ন সিট। এটি আরও ফ্ল্যাট ও নীচু, ফলে পিছনের আরোহী আরামদায়ক রাইডের মজা নিতে পারবে। স্টিল্থ ব্ল্যাক কালারের একটাই কালার অপশন ও ভ্যারিয়েন্টে উপলব্ধ।
আরও পড়ুন : BSNL এর 4G লঞ্চের আগেই দুঃসংবাদ, এই কারণে সব ফোনে নেটওয়ার্ক নাও পাওয়া যেতে পারে
মেকানিক্যাল ও হার্ডওয়্যার দিক থেকে বাইকটি সম্পূর্ণ অপরিবর্তিত। এটি আগের মতোই 163.2 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনে ছুটবে, যা থেকে 14.79 হর্সপাওয়ার এবং 14 এনএম টর্ক পাওয়া যাবে। সঙ্গে রয়েছে ফাইভ স্পিড গিয়ারবক্স। শুধু ফ্রন্টেই ডিস্ক ব্রেক উপস্থিত। সাসপেনশনের জন্য সামনে টেলিস্কোপিক ফর্ক ও পিছনে মনোশক ইউনিট বর্তমান।