Honda CB125R: 125 সিসির দুর্ধর্ষ বাইক আনল হোন্ডা, শক্তিশালী ইঞ্জিন সহ রয়েছে হাই-টেক ফিচার্স
125 সিসি হলে কী হবে, ডিজাইন এমন যা সকলের নজর কাড়তে বাধ্য। এমনই এক দুর্দান্ত বাইক নিয়ে বিশ্ববাজারে হাজির হল হোন্ডা...125 সিসি হলে কী হবে, ডিজাইন এমন যা সকলের নজর কাড়তে বাধ্য। এমনই এক দুর্দান্ত বাইক নিয়ে বিশ্ববাজারে হাজির হল হোন্ডা (Honda)। জাপানি সংস্থার তাদের Honda CB125R-এর আপডেটেড ভার্সন নিয়ে এসেছে। যা দেখতে একটি নিও-রেট্রো ক্যাফে রেসার মডেলের মতো। নতুন কালারের সাথে এতে যুক্ত হয়েছে দারুণ হাই-টেক ফিচার্স। চলুন দেখে নিই KTM 125 Duke-কে টেক্কা দিতে আসা হোন্ডার নতুন বাইকটির খুঁটিনাটি।
2024 Honda CB125R আত্মপ্রকাশ করল
নতুন যে চারটি কালার অপশন বাইকটিতে যোগ হয়েছে সেগুলি হল – ব্ল্যাক সহ ম্যাট সাইনস গ্রে মেটালিক, ম্যাট সাইনস গ্রে মেটালিক সহ রিফ সি ব্লু মেটালিক, ম্যাট সাইনস গ্রে মেটালিক সহ পার্ল কুল হোয়াইট এবং ম্যাট সাইনস গ্রে মেটালিক সহ পার্ল স্প্লেন্ডর রেড। কালার অপশন ছাড়া নয়া ফিচার্স হিসেবে এই বাইকে দেওয়া হয়েছে 5 ইঞ্চি টিএফটি স্ক্রিন, যেখানে ট্যাকোমিটার, স্পিডোমিটার, ফুয়েল গজের তথ্য ভেসে উঠবে। তবে টিএফটি স্ক্রিন নিয়ন্ত্রণের জন্য কোন সুইচ গিয়ারের দেখা মেলেনি এতে।
2024 CB125R, ইউরো 5+ নির্গমন বিধি মেনে লঞ্চ হয়েছে। পারফর্ম্যান্সের মাপকাঠি বজায় রাখতে এগজস্ট সিস্টেমে দেওয়া হয়েছে নতুন ক্যাটালাইজার। ইঞ্জিনটি 10,000 আরপিএম গতিতে 14.75 বিএইচপি ক্ষমতা ও 8,000 আরপিএম গতিতে 11.6 এনএম টর্ক উৎপাদনে সক্ষম। সঙ্গে রয়েছে 6-গতির গিয়ারবক্স।
ইঞ্জিনের সাথে ফুয়েল ইনজেকশন এবং আন্ডারবেলি এগজস্ট ইউনিট দেওয়া হয়েছে। Honda CB125R-এর প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ 105 কিলোমিটার। এটি টিউবুলার ও প্রেসড স্টিল ল্যাটিস-স্টাইল ফ্রেমের উপর নির্মিত। 41 মিমি Showa সেপারেট ফাংশন বিগ পিস্টন ফ্রন্ট ফর্ক এবং মোনোশক রিয়ার সাসপেনশনে ছুটবে। ব্রেকিং এর দায়িত্ব পালন করতে সামনে 296 মিমি হাবলেস ফ্লোটিং ডিস্ক এবং পেছনে 220 মিমি সিঙ্গেল পিস্টন ক্যালিপার সহ ডিস্ক ব্রেক উপস্থিত। মিলবে ডুয়েল চ্যানেল এবিএস। তবে ভারতে নতুন CB125R কবে লঞ্চ হবে, তা অজানা।