Honda CBR650R: গাড়ির সমান শক্তি নিয়ে ঝড় তুলতে হাজির হোন্ডার নতুন মোটরবাইক

বাজারে এখন মাঝারি ওজনের সুপারস্পোর্টস বাইকের ভালো চাহিদা। যার ঢেউ আছড়ে পড়ছে ইউরোপ থেকে ভারতেও। বাইকপ্রেমীদের উন্মাদনা...
SUMAN 11 Feb 2024 10:23 PM IST

বাজারে এখন মাঝারি ওজনের সুপারস্পোর্টস বাইকের ভালো চাহিদা। যার ঢেউ আছড়ে পড়ছে ইউরোপ থেকে ভারতেও। বাইকপ্রেমীদের উন্মাদনা বাড়িয়ে এবার গত নভেম্বরে উন্মোচিত CBR650R-এর নতুন ভার্সন লঞ্চ করল হোন্ডা (Honda)। অনুমান করা হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যে ফুল-ফেয়ার্ড মোটরসাইকেলটি ভারতেও নিয়ে আসবে জাপানি সংস্থাটি।

Honda CBR650R লঞ্চ হল

Honda CBR650R আগের থেকে আরও বেশি শার্প ডিজাইন আপডেট হিসেবে পেয়েছে। সংস্থার ১,০০০ সিসি CBR-এর মতো এরোডিনামিক বডিওয়ার্ক ও তারুণ্যে ভরা ডিজাইন লক্ষ্যণীয়। স্প্লিট হেডলাইট ও ট্রান্সপারেন্ট ভাইজার নজর কাড়বে। দুই পেইন্ট স্কিমে বেছে নেওয়া যাবে – ম্যাট গানপাউডার মেটালিক ও গ্র্যান্ড প্রিক্স রেড।

হোন্ডার সুপারস্পোর্টস বাইকটিতে ৬৪৯ সিসি, ইনলাইন-ফোর সিলিন্ডার ইঞ্জিন বর্তমান। যা থেকে ৯৪ বিএইচপি শক্তি এবং ৬২.৩ এনএম টর্ক পাওয়া যাবে। গিয়ারের সংখ্যা ছয়। উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের কথা বললে, Honda CBR650R-এ রয়েছে ট্রাকশন কন্ট্রোল, এবিএস, ফুল এলইডি ইলুমিনেশন এবং স্মার্টফোন কানেক্টিভিটি সহ টিএফটি স্ক্রিন।

এছাড়া, Honda CBR650R-এর সামনে ৪১ মিমি Showa Separate Fork Function যুক্ত বড় পিস্টন ফর্ক এবং পেছনে ১০-স্টেপ অ্যাডজাস্টেবল রিয়ার শক ইউনিটে আছে। সামনে ও পিছনে যথাক্রমে ৩১০ মিমি ডুয়েল ও ২৪০ মিমি সিঙ্গেল ডিস্ক ব্রেক। ইউরোপে নয়া Honda CBR650R-এর দাম রাখা হয়েছে ৮,৫৯৯ ইউরো, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৭.৬৯ লাখ। তবে ভারতে বাইকটি আরও বেশি দামে লঞ্চ হবে বলে অনুমান

Show Full Article
Next Story