এবার হবে স্পোর্টস বাইকের স্বপ্নপূরণ, শিহরণ জাগিয়ে দেশে লঞ্চ হল Kawasaki Ninja 500
নতুন বছর শুরু হতেই ভারতে একের পর এক বাইক লঞ্চ করছে কাওয়াসাকি। মূলত প্রিমিয়াম মডেলই আনতে দেখা যাচ্ছে তাদেরকে। আজ Z900...নতুন বছর শুরু হতেই ভারতে একের পর এক বাইক লঞ্চ করছে কাওয়াসাকি। মূলত প্রিমিয়াম মডেলই আনতে দেখা যাচ্ছে তাদেরকে। আজ Z900 নেকেড স্ট্রিটফাইটারের আপডেটেড ভার্সনের পাশাপাশি জাপানি সংস্থাটি তাদের বহু প্রতীক্ষিত স্পোর্টস বাইক, Ninja 500 ভারতে লঞ্চ করেছে। ৫.২৪ লক্ষ টাকার (এক্স-শোরুম) আকর্ষণীয় মূল্যে দেশের বাজারে বিক্রি হবে এটি।
Kawasaki Ninja 500 ভারতে লঞ্চ হল
জানিয়ে রাখি, কাওয়াসাকি ইতিমধ্যেই ভারতে Ninja 400 ও Ninja 300 মডেল দুটি বিক্রি করে। এবারে এদের সাথে যুক্ত হল Ninja 500। মজার বিষয়, Ninja 400 ও Ninja 500-এর দাম সমান রাখা হয়েছে। তাই অনেকেই মনে করছেন ৪০০ সিসির Ninja-র বিক্রি এবারে বন্ধ করে দেওয়া হতে পারে।
Kawasaki Ninja 500-তে হাই-পারফরম্যান্সের জন্য ব্র্যান্ড নিউ ৪৫১ সিসি প্যারালাল টুইন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটি থেকে ৯,০০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৪৫ বিএইচপি ক্ষমতা এবং ৬,০০০ আরপিএম গতিতে ৪২.৬ এনএম টর্ক উৎপন্ন হবে। ইঞ্জিনকে যোগ্য সঙ্গত দিতে রয়েছে সিক্স স্পিড গিয়ারবক্স সহ স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ। Kawasaki Ninja 500-এ রয়েছে শার্প ডিজাইন, যা আরও বেশি স্লিক। স্পোর্টস বাইকটি কেবলমাত্র মেটালিক স্পার্ক ব্ল্যাক কালারে বেছে নেওয়া যাবে। বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ও ব্লুটুথ কানেক্টিভিটি।
হার্ডওয়্যারের প্রসঙ্গে বললে বাইকটি টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মোনোশক সাসপেনশনের ছুটবে। ১৭ ইঞ্চি হুইলের সাথে সামনে ৩১০ মিমি ও পেছনে ২২০ মিনিট ডিস্ক ব্রেক উপস্থিত। ডিস্ক ব্রেকের পরিধি Ninja 400-এর তুলনাই বেশি। Ninja 500-এর বুকিং চলছে এবং আগামী মাস অর্থাৎ মার্চ থেকে ডেলিভারি শুরু হবে বলে আশা করা হচ্ছে। বাজারে প্রতিপক্ষ হিসাবে রয়েছে Yamaha R3 ও Aprilia RS457।