KTM Duke: পুজোর আগে 125 ও 250 সিসির নতুন ডিউক বাইক আনল কেটিএম, ফাটাফাটি দেখতে, ফিচার্সও দমদার
2024 390 Duke-এর সাথে 250 Duke ও 125 Duke-এরও নয়া ভার্সন উন্মোচন করল কেটিএম (KTM)। ফলে বিভিন্ন শ্রেণীর ক্রেতাদের মনের...2024 390 Duke-এর সাথে 250 Duke ও 125 Duke-এরও নয়া ভার্সন উন্মোচন করল কেটিএম (KTM)। ফলে বিভিন্ন শ্রেণীর ক্রেতাদের মনের আশা পূরণ হল। দু'টি বাইকই বড় মেকওভার পেয়েছে। একইধরনের নতুন ডিজাইন এলিমেন্ট দেখা যাবে নয়া ডিউকে। যার মধ্যে অন্যতম – হেডল্যাম্প, অ্যালয় হুইল, ট্যাঙ্ক ডিজাইন এবং টেলল্যাম্প। KTM 250 Duke-এ হোয়াইট ও অরেঞ্জ কালার দ্বারা শোভিত করা হয়েছে। যেখানে 125 Duke-এ উপলব্ধ ব্লু ও অরেঞ্জ পেইন্ট স্কিম। ভারতে বাইক দু'টির লঞ্চের সময়সূচি সম্পর্কে কোন অফিশিয়াল বার্তা এসে পৌঁছায়নি। অনুমান করা হচ্ছে এ বছরের শেষের দিকে ১২৫ ও ২৫০ সিসির নয়া কেটিএম ডিউক ভারতে পা রাখবে।
কানেক্টিভিটি ও পারফরম্যান্স
2024 KTM 250 ও 125 Duke-এ দেওয়া হয়েছে একটি ৫.০ ইঞ্চি টিএফটি ডিসপ্লে, আপডেটেড সুইচগিয়ার এবং কানেক্টিভিটি ফাংশন, যার আওতায় মিলবে মিউজিক কন্ট্রোল, ইনকামিং কল অ্যালার্ট এবং টার্ন বাই টার্ন নেভিগেশনের সুবিধা। 250 Duke-এ ২৪৯ সিসি ইঞ্জিন উপস্থিত। যা থেকে সর্বোচ্চ ৩০ হর্সপাওয়ার এবং ২৪ এনএম টর্ক পাওয়া যাবে।
অন্যদিকে KTM 125 Duke ছুটবে ১২৪.৯ সিসি ইঞ্জিনে। এটি থেকে উৎপাদিত হবে সর্বোচ্চ ১৪.৫ এইচপি শক্তি এবং ১২ এনএম টর্ক। ডিউকের দুটি মডেলেই দেওয়া হয়েছে ৬-গতির গিয়ারবক্স। যা পর্যাপ্ত শক্তি উৎপাদনের মাধ্যমে মসৃণ রাইডিংয়ের অভিজ্ঞতা দেবে।
সাসপেননশন ও ব্রেক
ব্রেকিংয়ের দায়িত্ব পালন করতে দুটি মোটরসাইকেলেরই সামনে ৩২০ মিমি ও পেছনে ২৪০ মিমি ডিস্ক ব্রেক উপস্থিত। এর সাথে রয়েছে ডুয়েল চ্যানেল, কর্নারিং এবং সুপারমোটো এবিএস। একটি অ্যালুমিনিয়াম সুইংআর্ম ও স্টিলের ফ্রেমের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে মডেল দুটি। মাটি থেকে সিটের উচ্চতা ৮০০ মিমি। যা কেটিএম পাওয়ার পার্টস সেট ব্যবহার করে ৮২০ মিমি পর্যন্ত বাড়ানো যেতে পারে। সাসপেনশন হিসেবে কম্প্রেশন সহ ৪৩ মিমি WP Apex ফ্রন্ট ফর্ক, রিবাউন্ড অ্যাডজাস্টেবিলিটি পেছনে প্রিলোড অ্যাডজাস্টেবল মোনোশক দেওয়া হয়েছে।
সম্ভাব্য মূল্য
দাম হাতের নাগালে রাখার উদ্দেশ্যে 2024 KTM 250 ও 125 Duke-এর ভারতীয় মডেল থেকে কিছু ফিচার বাদ দেওয়া হতে পারে। ডিজাইনে আপডেট এবং অত্যাধুনিক ফিচারের জন্য আগের চাইতে আরও ভালো রাইডিং অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি সহ হাজির হয়েছে বাইক দুটি। এদেশে দাম ২ লক্ষ থেকে ২.৬০ লক্ষ টাকার (এক্স-শোরুম) মধ্যে ধার্য করা হতে পারে।