KTM 390 Duke: দুর্ধর্ষ লুকস ও তুখোড় ইঞ্জিন নিয়ে দেশে হাজির নতুন ডিউক, দাম শুনলে বিশ্বাস হবে না!

ভারতের যুব সম্প্রদায়ের নয়নের মনি KTM আজ নিয়ে এল তাদের 390 Duke বাইকের আপডেটেড সংস্করণ। সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে তৃতীয় প্রজন্মের 390 Duke এর অগ্রিম…

ভারতের যুব সম্প্রদায়ের নয়নের মনি KTM আজ নিয়ে এল তাদের 390 Duke বাইকের আপডেটেড সংস্করণ। সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে তৃতীয় প্রজন্মের 390 Duke এর অগ্রিম বুকিং চালু করা হয়েছে। গ্রাহকরা ৪,৪৯৯ টাকা টোকেন জমা রেখেই তাদের প্রিয় এই বাইকটির প্রি-বুকিং সম্পাদন করতে পারবেন। সামনেই উৎসবের মরসুম। তার আগেই 2024 KTM 390 Duke এর ডেলিভারি শুরু হবে। ইঞ্জিন, ডিজাইন সহ নানা ক্ষেত্রে ব্যাপক আপগ্রেড যুক্ত হয়েছে এই বাইকে।

2024 KTM 390 Duke: নতুন ফ্রেম ও চ্যাসিস

কিছুদিন আগেই আন্তর্জাতিক বাজারে আত্মপ্রকাশ করেছে নতুন 390 Duke। বাইকটি নতুন ধরনের স্টিলের তৈরি ট্রেলিস ফ্রেমের উপর নির্মিত। এমনকি বদলেছে সাবফ্রেম। এই ফ্রেম ডাইকাস্ট অ্যালুমিনিয়াম দিয়েই বানানো হয়েছে। ফ্রেমের পরিবর্তনের পাশাপাশি নতুন ধরনের কার্ভড সুইং আর্ম যুক্ত করা হয়েছে এই বাইকে। সব মিলিয়ে একেবারে নতুন চ্যাসিস সহকারে লঞ্চ হয়যেছে 2024 KTM 390 Duke। যদিও পেইন্ট স্কিম অপরিবর্তিতই থাকছে। আটলান্টিক ব্লু এবং ইলেকট্রনিক অরেঞ্জ মেটালিক এই দুটি রঙে কিনতে পাওয়া যাবে বাইকটি।

2024 KTM 390 Duke: ইঞ্জিন স্পেসিফিকেশন

2024 KTM 390 Duke এর সবচেয়ে বড় চমক লুকিয়ে রয়েছে এর ইঞ্জিনে। পূর্বের তুলনায় বেড়েছে ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট। নতুন বাইকটিতে চালিকাশক্তি সরবরাহ করবে ৩৯৮ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। সর্বোচ্চ ৪৪.২৫ বিএইচপি এবং ৩৯ এনএম টর্ক উৎপাদন করার ক্ষমতা রয়েছে এই ইঞ্জিনের। সঙ্গে যুক্ত ট্রান্সমিশন সিস্টেমে গিয়ারের সংখ্যা ছয়।

2024 KTM 390 Duke: ডিজাইন

নতুন সংস্করণে আত্মপ্রকাশ করা KTM 390 Duke এর ডিজাইনের বিষয়টিও যথেষ্ট যত্ন সহকারে দেখেছে অস্ট্রিয়ার এই বাইক নির্মাতা। এর পূর্বতন সংস্করণ খানিকটা ছিমছাম গোছের দেখতে হলেও নতুন সংস্করণ কিন্তু যথেষ্ট মাসকুলার। বাইকটির ট্যাংকের সঙ্গে নতুন স্টাইলের বর্ধিত অংশ দেখতে পাওয়া যায়। বদল ঘটেছে হেডলাইটেও। এমনকি আগের তুলনায় এবারে খানিকটা বড় ডিআরএল দেখতে পাওয়া যাবে। বাইকটির পিছনের দিকের অংশতেও পরিবর্তনের ছাপ স্পষ্ট। নতুন স্প্লিট সিট সেটআপ দেওয়া হয়েছে এতে। আন্ডার বেলি এগজস্ট সিস্টেমও ব্যবহার করা হয়েছে। এমনকি মনোসক অ্যাবজর্ভারের স্থানে সামান্য বদল ঘটেছে।

2024 KTM 390 Duke: ব্রেকিং সিস্টেম

2024 KTM 390 Duke এর ব্রেকিং সিস্টেম প্রায় বেশিরভাগটাই RC390 এর থেকে অনুকরণ করা হয়েছে। যুক্ত হয়েছে নতুন ধরনের রোটর যা পূর্বের তুলনায় বেশ হালকা। বাইকটির সামনের দিকে রয়েছে ৩২০ মিমি ডিস্ক, আর পিছনের দিকে থাকছে ২৪০ মিমি ডিস্ক। অ্যালয় হুইলের ওজন কমানোর জন্য অল্প সংখ্যক স্পোক দেওয়া হয়েছে।

2024 KTM 390 Duke: ফিচার্স ও দাম

অত্যাধুনিক ফিচারের কথা বলতে গেলে কেটিএম তার এই নতুন বাইকে ৫ ইঞ্চির একটি টিএফটির ডিসপ্লে ব্যবহার করেছে। সঙ্গে ব্লুটুথ এর মাধ্যমে মিউজিক কন্ট্রোল, ইনকামিং কল, টার্ন-বাই-টার্ন নেভিগেশন সংক্রান্ত কার্যকলাপ দেখা সম্ভব। এছাড়াও রয়েছে রাইডিং মোড, লঞ্চ কন্ট্রোল এবং নতুন ট্র্যাক মোড। রাইডারের সুরক্ষার বিষয়টিতেও যথেষ্ট গুরুত্ব দিয়েছে তারা। সেই কারণেই সুপার মোটো এবিএস থেকে শুরু করে কুইক শিফটার, ক্রুজ কন্ট্রোল, স্পিড লিমিটার ফাংশন এবং সেল্ফ ক্যান্সেলিং ইন্ডিকেটর উপলব্ধ রয়েছে নতুন 390 Duke এর মধ্যে। এ দেশে নতুন মডেলটির দাম ৩.১১ লাখ টাকা (এক্স শোরুম) ধার্য করা হয়েছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন