KTM 390 Duke-র দাম এই শহরে সবচেয়ে সস্তা, কিনলে লাভবান হবেন
সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে নতুন প্রজন্মের KTM 390 Duke। নেকেড স্ট্রিটফাইটার বাইকটির ইঞ্জিন যেমন আরও শক্তিশালী, তেমনই...সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে নতুন প্রজন্মের KTM 390 Duke। নেকেড স্ট্রিটফাইটার বাইকটির ইঞ্জিন যেমন আরও শক্তিশালী, তেমনই ডিজাইন ও ফিচার্সেও বিরাট
আপগ্রেড এসেছে। পরিবর্তনের তালিকা লম্বা হওয়ার ফলে পুরনো মডেলের তুলনায় দামও কিছুটা বেড়েছে।
বাইকটির এক্স-শোরুম প্রাইস সম্পর্কে আমরা সকলেই অবগত হলেও, অনেকেই অন-রোড দাম জানি না। চলুন তাহলে দেখে নেওয়া যাক কলকাতা সহ দেশের ১০টি বড় শহরে 2024 KTM 390 Duke-এর আসল দাম কত।
2024 KTM 390 Duke-এর দাম নিম্নরূপ :
মুম্বাই : ৩,৭১,৬৯০ টাকা
বেঙ্গালুরু : ৩,৯৭,১৩৪ টাকা
দিল্লি : ৩,৫৯,২৭০ টাকা
পুণে : ৩,৭১,৬৯০ টাকা
নভি মুম্বাই : ৩,৭১,৫৬৮ টাকা
হায়দ্রাবাদ : ৩,৭১,৬৯০ টাকা
আমেদাবাদ : ৩,৫৩,০৫৯ টাকা
চেন্নাই : ৩,৫৯,২৭০ টাকা
কলকাতা : ৩,৬৫,৪৮০ টাকা
চন্ডিগড় : ৩,৬৫,৩৫৮ টাকা
অর্থাৎ 2024 KTM 390 এর দাম বেঙ্গালুরুতে সবচেয়ে বেশি এবং আমেদাবাদে সবথেকে সস্তা। যদিও দাম ডিলারশিপ ও অন্যান্য চার্জের উপর নির্ভর করে। অন-রোড দামের মধ্যে রয়েছে এক্স-শোরীম প্রাইস, আরটিও চার্জ এবং বীমা। আগের তুলনায় খরচ প্রায় ১৩,০০০ টাকা বৃদ্ধি পেয়েছে।
নতুন KTM 390 Duke-এর সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন থেকে সর্বোচ্চ ৪৪.২৫ বিএইচপি শক্তি এবং ৩৯ এনএম টর্ক উৎপন্ন হবে। যাকে সঙ্গ দেবে স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ এবং কুইক শিফ্টার সহ সিক্স স্পিড গিয়ারবক্স। রাইড আরামদায়ক করতে উভয়দিকে রয়েছে অ্যাডজাস্টেবল সাসপেনশন।
ডিজাইনের প্রসঙ্গে বললে, KTM 390 Duke-এ আরও চওড়া এলইডি হেডলাইট ও টুইন ডিআরএল দেওয়া হয়েছে। আবার চ্যাসিস ও ট্যাঙ্ক শ্রাউডের আকারও বেড়েছে। নতুন রিয়ার সাব-ফ্রেম এবং হালকা হুইল ব্যবহার করা হয়েছে। সামনে ও পেছনে ডিস্ক ব্রেক উপস্থিত। ফিচার হিসেবে দেওয়া হয়েছে ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, লঞ্চ কন্ট্রোল এবং রাইডিং মোড (স্ট্রিট, রেইন ও ট্র্যাক)। অন্যান্য বৈশিষ্ট্য হিসেবে এতে উপস্থিত স্মার্টফোন কানেক্টিভিটি, টার্ন বাই টার্ন নেভিগেশন এবং কল ও মিউজিক কন্ট্রোল।