গতির ঝড়ে বাজার তছনছ করবে, চোখধাঁধানো সুপারবাইক এনে বিশ্বকে চমকে দিল KTM

তরুণ প্রজন্মের মন গতির স্ফুরণে মজে। রাইডারদের দুর্বলতার সদ্ব্যবহার করতে নামী সংস্থাগুলি এতোটুকু কালবিলম্ব করছে না। যার মধ্যে প্রথম সারিতে অবস্থান করছে কেটিএম (KTM)। ঝোপ…

তরুণ প্রজন্মের মন গতির স্ফুরণে মজে। রাইডারদের দুর্বলতার সদ্ব্যবহার করতে নামী সংস্থাগুলি এতোটুকু কালবিলম্ব করছে না। যার মধ্যে প্রথম সারিতে অবস্থান করছে কেটিএম (KTM)। ঝোপ বুঝে কোপ মারার মতই সম্প্রতি সম্পূর্ণ নতুন 990 Duke উন্মোচন করে হইচই ফেলে দিয়েছে তারা। বাজারে উপস্থিত অন্যান্য হাজার লিটারের নেকেড মোটরসাইকেলকে বেগ দেবে এটি।

2024 KTM 990 Duke-এর খুঁটিনাটি

সংস্থার লাইনআপে KTM 990 Duke-এর স্থান 890 Duke GP-এর উপরে হবে। জানা গেছে, জন্মভূমি অস্ট্রিয়ার মাত্তিগোফেনে কেটিএম-এর কারখানাতেই তৈরি হবে বাইকটি। চলবে Euro 5+ নির্গমন বিধি পালনকারী নতুন ৯৪৭ সিসি, প্যারালাল টুইন, LC8c লিকুইড কুল্ড ইঞ্জিনে। যা ৯,৫০০ আরপিএম গতিতে ১২১ বিএইচপি এবং ৬,৭৫০ আরপিএম গতিতে ১০৩ এনএম টর্ক উৎপন্ন করবে। ইঞ্জিনকে যোগ্য সঙ্গত দিতে কুইক শিফ্টার সহ থাকছে ছ’গতির গিয়ারবক্স।

কেটিএম-এর এই দানবাকৃতি ডিউক সম্পূর্ণ নতুন স্টিল টিউব ফ্রেমের উপর ভিত্তি করে এসেছে। সিটের নিচে এয়ারবক্স সহ রয়েছে অ্যালুমিনিয়াম ডাইকাস্ট সাবফ্রেম। আবার এর সুইংআর্ম’টিও নতুন। ১৭ ইঞ্চি হুইলটি 1290 Super Duke R থেকে নেওয়া হয়েছে। এছাড়া রয়েছে Bridgestone S22 টায়ার।

সাসপেনশনের দায়িত্ব পালন করতে রয়েছে ১৪০ মিমি ট্রাভেল সহ WP Apex-এর ৪৩ মিমি ফ্রন্ট ফর্ক। যা কম্প্রেশন এবং রিবাউন্ড অ্যাডজাস্টমেন্ট অফার করে। পেছনে রয়েছে ৫-স্টেপ অ্যাডজাস্টেবল ম্যানুয়াল প্রিলোড WP Apex-এর সাসপেনশন। KTM 990 Duke-এর উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে আছে এলইডি লাইটিং, ইউএসবি টাইপ সি চার্জার এবং ৫-ইঞ্চি কালার টিএফটি স্ক্রিন। পাঁচটি রাইডিং মোট উপলব্ধ এতে – রেইন, স্ট্রিট, স্পোর্ট, পারফর্ম্যান্স এবং ট্রাক (অপশনাল)। ভারতে বাইকটি লঞ্চের সম্ভাবনা এখন নেই বললেই চলে।