কম টাকায় মারুতি সুজুকির নতুন গাড়ির বুকিং শুরু হল, সানরুফ সহ থাকছে প্রচুর ফিচার্স
2024 Maruti Suzuki Dzire Pre-Bookings - মারুতি ডিজায়ার গাড়িটির আকৃতি অপরিবর্তিত থাকলেও, সামনের ও পিছনের অংশে থাকছে কমপ্লিট মেকওভার। ডিজাইন ও ফিচার্সে আসছে আপগ্রেড।
চতুর্থ প্রজন্মের সুইফটের পর চলতি বছর মারুতি সুজুকির দ্বিতীয় বড় লঞ্চ হল নতুন ডিজায়ার।। এই নতুন কম্প্যাক্ট সেডান ১১ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে। আনুষ্ঠানিক লঞ্চের আগে, গাড়িটির অগ্রিম বুকিং নেওয়া চালু করল মারুতি। বুক করার জন্য দিতে হবে ১১,০০০ টাকা। জানিয়ে রাখি, মারুতি সুজুকি ডিজায়ার ভারতের বেস্ট সেলিং সেডান। ২০২৪ অর্থবর্ষে গাড়িটির ১,৬৪,৫১৭ ইউনিট বিক্রি করেছে ইন্দো-জাপানি সংস্থা।
মারুতি ডিজায়ার গাড়ির প্রি-বুকিং শুরু হল
মারুতি ডিজায়ার গাড়িটির আকৃতি অপরিবর্তিত থাকলেও, সামনের ও পিছনের অংশে থাকছে কমপ্লিট মেকওভার। ডিজাইন ও ফিচার্সে আসছে আপগ্রেড। বর্তমান মডেলের তুলনায় লুকসে প্রচুর বদলে যাচ্ছে। সামনে নতুন এলইডি হেডল্যাম্প ও নতুন গ্রিল দেখা যাবে। পেছনেও মিলবে নতুন এলইডি টেলল্যাম্প। অ্যালয় হুইলটিও হবে নতুন। এটি সেগমেন্টের প্রথম গাড়ি হবে, যা ইলেকট্রিক সানরুফ অফার করবে।
নতুন ডিজায়ার পুরনো মডেলের ন্যায় কে-সিরিজ ডুয়াল-জেট ডুয়াল-ভিভিটি পেট্রোল ইঞ্জিন বা নতুন সুইফটের ১.২ লিটার, থ্রি-সিলিন্ডার পেট্রল ইঞ্জিনের সঙ্গে বাজারে আসতে পারে। জানিয়ে রাখি, সুইফটের নতুন ইঞ্জিনের আউটপুট ৮২ পিএস ও ১১৩ এনএম। পাঁচ গতির ম্যানুয়াল এবং পাঁচ গতির অটোমেটিক ট্রান্সমিশন অপশনের মধ্যে বেছে নেওয়া যায় এটি। দেখার বিষয় হল, ডিজায়ার সিএনজি পাওয়ারট্রেনের সঙ্গে উপলব্ধ হয় কিনা।
নতুন মারুতি সুজুকি ডিজায়ারের উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে থাকতে পারে - নতুন টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম সহ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, ওয়্যারলেস চার্জারে, একটি ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ইত্যাদি। প্রসঙ্গত, ডিজায়ার ২০০৮ সালে ভারতে প্রথম লঞ্চ হয়েছিল। তারপর থেকে একাধিকবার আপডেট পেয়েছে গাড়িটি। বর্তমানে দাম শুরু ৬.৫৬ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে। এটি মারুতি এরিনা শোরুমে উপলব্ধ।
2024 Maruti Suzuki Dzire Pre-Bookings - মারুতি ডিজায়ার গাড়িটির আকৃতি অপরিবর্তিত থাকলেও, সামনের ও পিছনের অংশে থাকছে কমপ্লিট মেকওভার। ডিজাইন ও ফিচার্সে আসছে আপগ্রেড।