ভারতে 350 সিসি সেগমেন্টের মোটর সাইকেলের মধ্যে জনপ্রিয় রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 দীর্ঘ 3 বছর পর নতুন রুপে বাজারে হাজির হল। আজ্ঞে হ্যাঁ? নতুন এবং আকর্ষণীয় কালার, এলইডি লাইট এবং আরও অনেক ফিচারের সাথে 2024 Royal Enfield Classic 350 ভারতে লঞ্চ হয়েছে এবং এর এক্স-শোরুম মূল্য শুরু হয়েছে 1,99,500 টাকা থেকে। এটি 5টি ভ্যারিয়েন্টে এবং 7টি কালারে পাওয়া যাবে। আসুন 2024 Royal Enfield Classic 350 সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
2024 Royal Enfield Classic 350 এর সমস্ত ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম ও কালার অপশন
রয়্যাল এনফিল্ড 2024 ক্লাসিক 350 হেরিটেজ মাদ্রাজ রেড এবং যোধপুর ব্লু – 1,99,500 টাকা।
রয়্যাল এনফিল্ড 2024 ক্লাসিক 350 হেরিটেজ প্রিমিয়াম মেডেলিয়ান ব্রোঞ্জ – 2,04,000 টাকা।
রয়্যাল এনফিল্ড 2024 ক্লাসিক 350 সিগন্যাল কমান্ডো স্যান্ড- 2,16,000 টাকা।
রয়্যাল এনফিল্ড 2024 ক্লাসিক 350 ডার্কগান গ্রে এবং স্টিলথ ব্ল্যাক – 2,25,000 টাকা।
রয়্যাল এনফিল্ড 2024 ক্লাসিক 350 ক্রোম এমারাল্ড – 2,30,000 টাকা।
আরও পড়ুন: নতুন Classic 350 বাইকারদের সমস্ত চাহিদা মেটাবে, আর কী বললেন Royal Enfield এর সিইও
2024 Royal Enfield Classic 350 নতুন কি অফার করবে
2024 রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 এর আপগ্রেড সম্পর্কে বললে, এর সমস্ত ভ্যারিয়েন্ট এখন এলইডি হেডল্যাম্প, এলইডি পাইলট ল্যাম্প, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে গিয়ার পজিশন ইন্ডিকেটর এবং টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট সহ এসেছে। নতুন ক্লাসিক 350 এর টপ ভ্যারিয়েন্ট এমারাল্ড এবং ডার্ক সিরিজে ট্রিপার নেভিগেশন পড স্ট্যান্ডার্ড উপস্থিত।
আরও পড়ুন: 8000 টাকার কমে ফোন খোঁজ করছেন? Realme Narzo N63 এখন আপনার বাজেটে
মোটর সাইকেলটি আগের মতোই জে-সিরিজের 350 সিসি সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন সহ এসেছে যা 6,100 আরপিএমে 20.2 এইচপি এবং 4,000 আরপিএমে 27 এনএম পাওয়ার জেনারেট করে।
রয়্যাল এনফিল্ডের সিইও বি গোবিন্দরাজন কি বললেন
রয়্যাল এনফিল্ড 2024 ক্লাসিক 350 এর লঞ্চ সম্পর্কে সংস্থার সিইও বি গোবিন্দরাজন বলেছেন, “ক্লাসিক 350 রয়্যাল এনফিল্ডের পিওর মোটরসাইক্লিং ডিএনএর একটি অভিব্যক্তি (এক্সপ্রেশন)। আমরা নতুন এই বাইকে আগের সব ফিচার রাখার পাশাপাশি কিছু ফিচার আপগ্রেড করেছি, যা বর্তমান সময়ের পাশাপাশি গ্রাহকদের প্রয়োজনীয়তা মেটাবে।”