পুরো বিদেশি বাইক! শক্তিশালী ইঞ্জিন ও একঝাঁক ফিচার্স নিয়ে লঞ্চ হল নতুন TVS Apache RR 310

2024 Apache RR 310-এর দাম ২.৭৫ লক্ষ টাকা থেকে শুরু। স্পোর্টস বাইকটির ৩১২ সিসি ইঞ্জিন ২৯ সর্বাধিক এনএম টর্ক জেনারেট করতে সক্ষম।

SUMAN 16 Sept 2024 10:02 PM IST

TVS Motor Company আজ তাদের একমাত্র ফুল ফেয়ার্ড স্পোর্টস বাইক RR 310-এর নতুন সংস্করণ লঞ্চ করেছে। বম্বার গ্রে নামে এক নয়া কালার অপশনের পাশাপাশি বাইকটিতে একঝাঁক আপগ্রেড যুক্ত হয়েছে। নতুন Apache RR 310-এর দাম ২.৭৫ লক্ষ টাকা থেকে শুরু। বি-ডিরেকশনাল কুইকশিফটার ছাড়া রেসিং রেড কালারের দাম এটি।

কুইকশিফটার নিতে গেলে খরচ হবে ২.৯২ লক্ষ টাকা। অন্যদিকে, নতুন বম্বার গ্রে মডেলটির দাম ২.৯৭ লক্ষ টাকা। এছাড়া ডাইনামিক এবং ডায়নামিক প্রো নামে দুই কিট অপশন থাকছে, যাদের জন্য যথাক্রমে অতিরিক্ত ১৮,০০০ টাকা ও ১৬,০০০ টাকা খরচ হবে। উল্লেখ্য, এগুলি এক্স-শোরুম প্রাইস।

2024 TVS Apache RR 310 এখন আগের ভার্সনের থেকে ১১ শতাংশ বেশি পাওয়ার উৎপন্ন করতে সক্ষম। আউটপুট ৩৮ হর্সপাওয়ারে পৌছেছে। স্পোর্টস বাইকটির ৩১২ সিসি ইঞ্জিন ২৯ সর্বাধিক এনএম টর্ক জেনারেট করতে সক্ষম। টিভিএস ইঞ্জিনে একাধিক পরিবর্তন ঘটিয়েছে। এয়ার ইনটেক ক্ষমতা ও এয়ার বক্সের ভলিউম ১৩ শতাংশ বাড়িয়েছে। ইঞ্জিনটির ১০ শতাংশ হালকা পিস্টন আরও দ্রুত ঘুরতে পারবে।

আরও পড়ুন: Ebula Cety: সস্তায় লঞ্চ হল অটোর মতো ইলেকট্রিক রিকশা, ফিচার জানলে কিনতে ইচ্ছা হবে

এছাড়া, নতুন TVS Apache RR 310 বি-ডিরেকশনাল কুইকশিফটার, রেস টিউনড ডাইনামিক স্টেবিলিটি কন্ট্রোল, ট্রান্সপারেন্ট ক্লাচ লিভার, কর্নারিং এবিএস, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, ক্রুজ কন্ট্রোলের মতো অত্যাধুনিক ফিচার্স সহযোগে এসেছে। এতে অ্যারোডাইনামিক উইংলেট যুক্ত করা হয়েছে, যা ৩ কেজি ডাউনফোর্স যোগ করবে।

Show Full Article
Next Story