রাত পোহালেই TVS-এর নতুন বাইকের লঞ্চ, ইঞ্জিন-ফিচার্স কেমন হবে জেনে নিন

TVS Apache RR 310 এর নতুন ভার্সন আগামীকাল (১৬ই সেপ্টেম্বর) লঞ্চ হতে চলেছে।

2024 Tvs Apache Rr 310 Launch Tomorrow

TVS Apache RR 310 এর নতুন ভার্সন আগামীকাল (১৬ই সেপ্টেম্বর) লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যেই সংস্থার কিছু ডিলারশিপে স্পোর্টস বাইকটির আনঅফিশিয়াল বুকিং শুরু হয়ে গিয়েছে। নয়া সংস্করণে ইঞ্জিনের শক্তি বৃদ্ধির পাশাপাশি ফিচার্সের দিক থেকে একাধিক আপগ্রেড যোগ হতে পারে। চলুন দেখে নিই 2024 TVS Apache RR 310 কেমন হবে।

প্রথমেই এই বাইকে বেশ কিছু ভিজ্যুয়াল পরিবর্তন থাকবে। যেমন রোড টেস্টের সময় Apache RR 310-এর সাইড ফেয়ারিংয়ের উপর অ্যারোডায়নামিক উইংলেট থাকতে দেখা গিয়েছে। এটির সংযোজন ডাউনফোর্স বাড়ানোর পাশাপাশি বাইকের হ্যান্ডলিং আরও উন্নত করবে। এছাড়া, ডিজাইনে নতুন মাত্রা যোগ হবে।

নতুন সংস্করণে TVS Apache RR 310-এর ইঞ্জিন আরও বেশি হর্সপাওয়ার জেনারেট করবে বলে জল্পনা শোনা যাচ্ছে। RTR 310-এর মতো পাওয়ার আউটপুট ৩৩.৫ বিএইচপি থেকে ৩৫ বিএইচপিতে পৌঁছতে পারে। আবার অন্য একটি সূত্রের দাবি, নতুন লিকুইড কুল্ড ইঞ্জিন থেকে ৪০ বিএইচপি পর্যন্ত ক্ষমতা পাওয়া যেতে পারে। খবরটি সত্যি হলে নিঃসন্দেহে বাইকটি আরও আকর্ষণীয় হয়ে উঠবে।

Apache RR 310 তার সেগমেন্টে সবচেয়ে বেশি ফিচার্স সমৃদ্ধ বাইক। আবার আপডেটেড ভার্সনে কর্নারিং এবিএস, কুল্ড সি, বি-ডিরেকশনাল কুইক শিফ্টার, ও ক্রুজ কন্ট্রোলের মতো হাই-টেক বৈশিষ্ট্য যোগ হতে পারে। বর্তমানে বাইকটির দাম ২.৭২ লক্ষ টাকা (এক্স-শোরুম)। একঝাঁক আপডেটের কারণে মূল্য কয়েক হাজার টাকা বাড়তে পারে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন