Hero থেকে Honda, TVS থেকে Ola, সামনের মাসেই অটো এক্সপোতে একঝাঁক বাইক ও স্কুটার

2025 ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 17 থেকে 22 শে জানুয়ারী 2025 পর্যন্ত অনুষ্ঠিত হবে, যেখানে বিভিন্ন টু-হুইলার সংস্থা তাদের নতুন বাইক এবং স্কুটার প্রদর্শন করবে। আসুন জেনে নেওয়া যাক এই ইভেন্টে কোন কোন কোম্পানি উপস্থিত থাকবে।

Suman Patra 24 Dec 2024 6:50 PM IST

2025 Bharat Mobility Global Expo: 2025 ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো এক মাসেরও কম সময়ের মধ্যে শুরু হতে চলেছে। আগামী 17 থেকে 22 জানুয়ারি 2025 পর্যন্ত এই ইভেন্ট অনুষ্ঠিত হবে। সম্প্রতি এই ইভেন্টে অংশ নিতে চলা দু'চাকার প্রস্তুতকারক সংস্থাদের একটি লিস্ট প্রকাশ্যে এসেছে। উল্লেখিত সংস্থাগুলি এই ইভেন্টে তাদের আসন্ন মডেলগুলির উপর থেকে পর্দা সরাবে বলে অনুমান করা হচ্ছে।

TVS

বাইকওয়ালার রিপোর্ট অনুসারে, টিভিএস এক্সপোতে কয়েকটি বৈদ্যুতিক স্কুটার লঞ্চ করতে পারে। জুপিটারের ইলেকট্রিক ভার্সন আসতে পারে বলে গুঞ্জন রয়েছে। হয়তো ইভেন্টের শুরুর দিন এর উপর থেকে পর্দা সরানো হবে।

Bajaj

বাজাজ তাদের নতুন সিএনজি বাইকের সাথে ফ্রিডম মডেলটিকেও এই ইভেন্টে সামনে আনতে বলে আশা করা হচ্ছে। এই নতুন সিএনজি বাইকটি সম্ভবত 150 সিসি ইঞ্জিনের সাথে আসবে।

Suzuki

এক্সপোতে সুজুকি পরবর্তী প্রজন্মের অ্যাক্সেস 125 লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। স্কুটারটিকে ইতিমধ্যেই বেশ কয়েকবার রাস্তায় দেখা গেছে এবং 2025 সালের মডেলে সবচেয়ে বড় আপডেট পাওয়া যাবে বলে মনে হচ্ছে।

Hero

এক্সপোতে হিরো তাদের নতুন 250 সিসি বাইক Extreme 250R এবং Karizma 250R লঞ্চ করবে। এছাড়া এক্সপোতে Xpluse 210 এর দামও ঘোষণা করা হবে।

Yamaha

ইয়ামাহা এখনও এক্সপো নিয়ে খুব বেশি কিছু প্রকাশ করেনি, তবে জাপানি ব্র্যান্ডটি সম্ভবত তাদের প্রিমিয়াম বাইক লাইন-আপ যেমন Tenere 700 এবং MT -09 এর উপর থেকে পর্দা সরাতে পারে।

Honda

হোন্ডা তাদের দুটি বৈদ্যুতিক স্কুটার, Activa E এবং QC1 এর দাম প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। এর পাশাপাশি, কোম্পানি এই বছর ইউরোপে লঞ্চ করা কিছু নতুন বৈদ্যুতিক মোটরসাইকেলও ইভেন্টে দেখাতে পারে।

Ather

অ্যাথার ইভেন্টে Rizta ই-স্কুটার সিরিজের একটি নতুন মডেল লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। এর বাইরে অন্য কোনো মডেল আনার সম্ভাবনা ক্ষীণ।

Ola

কয়েক মাস আগে কোম্পানি যে বৈদ্যুতিক বাইকটি দেখিয়েছিল তার প্রোডাকশন ভার্সন ইভেন্টে প্রদর্শন করবে বলে আশা করা হচ্ছে। এর পাশাপাশি, কোম্পানি ভারতে বিক্রি হওয়া তাদের সমস্ত ই-স্কুটারের নতুন ভার্সন দেখাতে পারে।

Show Full Article
Next Story