বর্ষশেষে চমক, দুর্দান্ত ফিচার্সের সঙ্গে লঞ্চ হল স্কুটারের সম্রাট! দাম কত নতুন হোন্ডা অ্যাক্টিভার?

Honda Activa স্কুটারের 2025 আপডেটেড সংস্করণ লঞ্চ হল বাজারে। OBD2B মাপকাঠি অনুযায়ী স্কুটারটি লঞ্চ করেছে হোন্ডা। এই সংস্করণে কী নতুন বৈশিষ্ট্য রয়েছে চলুন জেনে নেওয়া যাক।

Suvrodeep Chakraborty 22 Dec 2024 12:12 PM IST

সরকারের জ্বালানি নীতি অনুযায়ী Activa স্কুটারের নতুন সংস্করণ লঞ্চ করল Honda। এদিন প্রকাশ হল Honda Activa 2025 OBD2B সংস্করণ। স্কুটারের দুটি ভ্যারিয়েন্ট পাওয়া যাবে বাজারে। দাম শুরু 94,922 টাকা (এক্স-শোরুম) থেকে। দেশে অন্যতম জনপ্রিয় স্কুটার হিসাবে পরিচিত অ্যাক্টিভা। মাইলেজের বিচারেও দুরন্ত পারফরম্যান্স দিতে সক্ষম।

2025 Honda Activa 125 : নতুন কী?

এই স্কুটারে পাবেন 4.2 ইঞ্চি TFT ড্যাসবোর্ড, ব্লুটুথ কানেক্টিভিটি। Honda Roadsync অ্যাপের মাধ্যমে নেভিগেশন, কল/SMS এলার্ট ইত্যাদি ফিচার্স ব্যবহার করা যাবে। সঙ্গে রয়েছে USB টাইপ-সি চার্জিং পোর্ট। স্কুটারে ইঞ্জিন রয়েছে 123.92 সিসি সিঙ্গেল সিলিন্ডার, যা সর্বোচ্চ 8.3 হর্সপাওয়ার এবং 10.15 এনএম টর্ক তৈরি করতে পারে। এই ইঞ্জিন OBD2 কমপ্লায়েন্ট।

নতুন সংস্করণ লঞ্চ প্রসঙ্গে HMSI-এর ম্যানেজিং ডিরেক্টর, প্রেসিডেন্ট ও সিইও সুতসুমু ওটানি বলেন, "আমরা নতুন OBD2B- কমপ্লায়েন্ট Activa 125 লঞ্চ করতে পেরে আনন্দিত। এই আপডেট মডেলটি গ্রাহক সন্তুষ্টির প্রতি আমাদের প্রতিশ্রুতি প্রদর্শন করে।

তিনি আরও জানান, যে উন্নত বৈশিষ্ট্য-সহ 125 সিসি স্কুটারে Honda RoadSync অ্যাপের মাধ্যমে TFT ডিসপ্লে এবং ব্লুটুথ সংযোগ, এই সেগমেন্টে গ্রাহকদের জন্য রাইডিং অভিজ্ঞতাকে আরও মজবুত করবে। পাশাপাশি আমরা নিশ্চিত যে এটি তার সেগমেন্টে বেঞ্চমার্ক সেট করতে পারবে।”

2025 Honda Activa 125 : দাম

স্কুটারের DLX ভ্যারিয়েন্টের দাম 94,922 টাকা (এক্স-শোরুম)। আর H-Smart ভ্যারিয়েন্টের দাম 97,146 টাকা (এক্স-শোরুম)। একাধিক রঙে পাওয়া যাবে স্কুটারটি, যেমন - পার্ল ইগনিয়াস ব্ল্যাক, ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক, পার্ল ডিপ গ্রাউন্ড গ্রে, পার্ল সাইরেন ব্লু, রেবেল রেড মেটালিক এবং পার্ল প্রিয়াস হোয়াইট।

Show Full Article
Next Story